জীবনের প্রতিকূলতা দূর করতে চান ? মেনে চলুন কিছু বাস্তু টিপস

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র : বাস্তু শাস্ত্র হল বিজ্ঞান। এই বিজ্ঞানে গৃহ নির্মাণ ও সজ্জার কিছু নিয়মের উল্লেখ রয়েছে। যা যথাযথ ভাবে পালিত হলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রসার বৃদ্ধি পায়। এই শক্তি সেই ব্যক্তিকে কোনও না-কোনও ভাবে প্রভাবিত করে। তাই বাড়িতে ইতিবাচক শক্তির প্রসার বৃদ্ধি জরুরি। বাড়িতে কী ভাবে বাস্তুর ভারসাম্য বজায় রাখবেন, তা জানাচ্ছে বাস্তু শাস্ত্র।

শক্তির প্রবেশ ঘটে এই স্থান থেকেই। উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিকে বাড়ির প্রবেশদ্বার হওয়া উচিত।

আরো পড়ুন :- অর্থহানি, দম্পতিদের ঝামেলা – শনির ‘কুনজরে’ জীবন অভিশপ্ত হবে এই ৪ রাশির মানুষের

বাড়িতে একটি ঠাকুরঘর অবশ্যই রাখবেন। বাড়ির পূর্ব বা উত্তর-পূর্ব দিক আধ্যাত্মিক ক্রিয়াকলাপ যেমন ঠাকুরঘর, ধ্যান ও যোগের জন্য উপযোগী।

অতিথি আগমন হলে তাঁদের বৈঠকখানায় বসানো হয়। এটি পরিবারে বসবাসকারী সদস্যদের ভাবমূর্তিতে অনুকূল প্রতিফলন ঘটায়। বৈঠকখানায় যাতে কোনও রকম অব্যবস্থা না-থাকে, সে দিকে লক্ষ্য রাখুন। পূর্ব, উত্তর বা উত্তর-পূর্ব দিকে বৈঠকখানার মুখ হওয়া উচিত।

niladri misra

শয়নকক্ষ গড়ে তুললে ইতিবাচক শক্তির প্রসার ঘটে। এমনকি এই কক্ষে বসবাসকারী দম্পতিদের সম্পর্ক উন্নত এবং মজবুত হয়। দক্ষিণ-পশ্চিম দিকে শয়নকক্ষ থাকলে স্বাস্থ্য ও সমৃদ্ধি বৃদ্ধি হয়। তবে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বের শয়নকক্ষ এড়িয়ে যাওয়াই ভালো।

আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন