জীবনে খারাপ সময় কাটছে না ? মুক্তি পেতে মেনে চলুন কিছু টিপস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : জীবনে কখনোও টানা ভালো সময় যায় না, কখনো খারাপ সময়ও যায় না। কিন্তু আমরা চাই আমাদের সবসময়ই ভালো যাক। কিছু কিছু মানুষের ভালো সময় আসতেই চায় না, খারাপ সময় শেষ হতেই চায় না। বাস্তু মতে ফটকিরি অশুভ শক্তি থেকে রক্ষা করে আমাদের। ফটকিরি ব্যবহার করার কিছু নিয়ম আছে। জেনে নেওয়া যাক সেগুলি কি কি —–

১. বাথরুমে একটি বাটিতে ফটকিরি রাখুন। এই ফটকিরি প্রতি মাসে বদলে ফেলুন। ফলে আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। ফটকিরি আপনার বাড়িতে থাকা সমস্ত নেতিবাচক শক্তি গুলিকে শুষে নেয়।

২. অনেক পরিশ্রম করেন কিন্তু আশানুরূপ ফল পান না। জীবনের প্রতি পদক্ষেপে হতাশ হতে হয় তাদের। তাদের ক্ষেত্রে বলবো কালো কাপড়ে এক টুকরো ফটকিরি বেঁধে বাড়ির সদর দরজার সামনে ঝুলিয়ে রাখুন। এর ফলে আপনার বাড়িতে এবং আপনার জীবনে কোন অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না।

৩. অনেকেই অসুস্থ হয়ে পড়ে নজর দোষে, বিশেষ করে বাচ্ছারা। এরকম ক্ষেত্রে যার নজর লাগছে তার মাথা থেকে পা পর্যন্ত সাতবার ফটকিরি ঘষে নিন ফলে ফটকিরির টুকরোটি আগুনে পুড়িয়ে ফেলুন। নজর দোষ পুরোপুরি কেটে যাবে।

৪. ঘুমের মধ্যে অনেকে ভয় পেয়ে চমকে ওঠেন। কোন নেতিবাচক শক্তির প্রভাবে এরকম হয়। যাদের এরকম হয় তারা ঘুমনোর সময় বালিশের নিচে এক টুকরো ফটকিরি নিয়ে ঘুমোতে পারেন। আপনার কাছে ঘেঁষতে পারবেনা কোন নেতিবাচক শক্তি।

avilo construction

৫. সাংসারিক অশান্তির ক্ষেত্রে ফটকিরি গুঁড়ো করে ঘরের কোণায় ছড়িয়ে দিন। ফলে ঘর বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূরে থাকবে, সংসারে কোন অশান্তিও হবে না।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন