জীবনে ধন-সম্পত্তি , সুখ-সমৃদ্ধি চান ? বাড়িতে আনুন এই গাছটি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : নিজেদের বাড়ির সৌন্দর্য বাড়াতে অনেকে নানান ধরনের সুন্দর সুন্দর গাছ রোপণ করেন। এমন কিছু গাছ লাগিয়ে ফেলি যার কারণে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যাঘাত ঘটে। বাস্তুমতে লজ্জাবতী গাছকে অলৌকিক বলে মনে করা হয়। শমী গাছকে শিবের খুব প্রিয় বলে উল্লেখ করা হয়েছে। বাস্তুদোষ ও শনিদোষ কাটাতে বাড়িতে বাস্তুমতে লজ্জাবতীর গাছ পুঁততে পারেন। বাস্তু অনুসারে, ঘরে লজ্জাবতী গাছ লাগালে শনিদেব , লক্ষ্মী ও শিবের আশীর্বাদ পাওয়া যায়। শনিদেবকে সন্তুষ্ট করতে লজ্জাবতীর নীল ফুল নিবেদন করা যেতে পারে।

আপনি চাইলে জমিতে বা পাত্রের মধ্যে শমী গাছ লাগাতে পারেন। শমী গাছ সাধারণত শনিবার পুঁততে হয়। শমি গাছ কোন দিকে লাগাবেন, তাও বাস্তু অনুসারে মেনে চলা উচিত। বাড়ির প্রধান প্রবেশদ্বারে যদি শমী গাছ লাগাই, তাহলে মনে রাখবেন আপনি যখন ঘর থেকে বের হবেন, এই গাছটি যেন আপনার ডান দিকে থাকে। কোনো কারণে বাড়ির বাইরে গাছ লাগাতে না পারলে বাড়ির ছাদেও লাগাতে পারেন। ছাদে লাগানোর জন্য দক্ষিণ বা পূর্ব দিক সবচেয়ে শুভ।

avilo construction

শমী গাছ লাগানোর পাশাপাশি এর চারপাশের পরিচ্ছন্নতার বিষয়েও অনেক যত্ন নিতে হয়। শমী গাছের পূজা করা হয়, তাই এর রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ যত্ন নেওয়া আবশ্যক। জ্যোতিষমতে, যদি কোনও ব্যক্তি আর্থিক সমস্যায় ভোগেন, অর্থের অনটন চলে, তাহলে সেই ব্যক্তি যেন প্রতিদিন শমী গাছে জল নিবেদন করে পুজো করেন। গাছটি লাগানোর সময় একটি সুপারি এবং ১ টাকার একটি কয়েন মূলে চেপে তার পরে গঙ্গাজল ছিটিয়ে দেন, মহালক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।

বাস্তুদোষের কারণে মানুষের অনেক ক্ষতি হয়ে যায়। বিয়ের বয়স হলেও বিবাহের যোগ থাকে না বা বিবাহ দেরিতে হয়, তাহলে সেই ব্যক্তিকে ৪৫টি শনিবার শমী গাছের সামনে ঘি-র প্রদীপ জ্বালিয়ে পুজো করা উচিত।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন