জীবনে প্রেম আসছেন না ? বিবাহে বাধা ? কীভাবে দূর হবে জানুন

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- বর্তমান সময়ে বিবাহ সমস্যায় অনেকেই জর্জরিত। মনের মত জীবনসঙ্গী পাওয়ার জন্য জ্যোতিষ মতে কী প্রতিকার করা যায়। চলুন দেখে নেওয়া যাক।

যদি আপনার একাকীত্বের জীবন কাটছে এবং মনের কথা বলার মতো কেউ নেই। জ্যোতিষশাস্ত্র অনুসারে কয়েকটি বিধি মেনে চললে এর প্রতিকার পেতে পারেন। খুঁজে পাবেন মনের মতো জীবনসঙ্গী। দূর হবে বিবাহের বাধা।

আরো পড়ুন :- কোন দিকে মাথা রেখে ঘুমানো শুভ ? দেখুন সঠিক বাস্তু টিপস

বৈদিক শাস্ত্র অনুযায়ী , মনে করা হয় যদি আপনার জীবন সঙ্গীর খোঁজ এখনও না পেয়ে থাকেন তাহলে শ্রী কৃষ্ণের মন্দিরে বাঁশি ও পান নিবেদন করতে পারেন। দেখবেন আপনার জীবনে প্রেম অবশ্যই আসবে।

প্রতি বুধবার রাধা কৃষ্ণ মন্দিরে ভগবান কৃষ্ণকে ফুলের মালা, চিনির মিছরি অর্পণ করুন। সেই সঙ্গে নিষ্ঠা সহকারে প্রার্থনা করুন, আপনার জীবনে ভালবাসা আসবে।

বিয়েতে সমস্যা দেখা দিলে প্রতি শুক্রবার নিষ্ঠা দিয়ে মা দুর্গার পুজো করুন এবং দেবীকে লাল কাপড় বা ওরনি অর্পণ করুন। এতে খুব শিগগিরই বিয়ের পথ খুলে যাবে।

 

niladri misra

 

আপনার মনের মতো একজন সত্যিকারের জীবনসঙ্গী পেতে ভগবান শিবের উপাসনা করতে পারেন, ১৬টি সোমবার উপবাসব্রত পালন করুন নিষ্ঠাভরে এবং সোমবার শিবলিঙ্গে মধু দিয়ে রুদ্রাভিষেক করুন। খুব শীঘ্রই আপনার ইচ্ছাপূরণ হবে।

অনেক সময় জন্মোছকে গ্রহের দোষে বিবাহে বিলম্ব দেখা দেয়। যদি জন্মপত্রিকাতে গ্রহের দোষে বিবাহে বিলম্ব হয় তাহলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করুন।

এছাড়া প্রতি বৃহস্পতিবার হলুদ এবং শুক্রবার সাদা পোশাক পরিধান করলে বৃহস্পতি ও শুক্র রাশি শক্তিশালী হবে এবং শীঘ্রই বিবাহের যোগ তৈরি হয়ে থাকে। জন্মপত্রিকা অনুসারে বিয়েতে বাধা থাকলে শনিবার ও অমাবস্যার দিনে প্রেমিক-প্রেমিকার দেখা করা উচিত নয় এবং একইভাবে শুক্রবার এবং পূর্ণিমার দিনে একসঙ্গে সময় কাটানো শুভ। এতে তাঁদের একে অপরের মধ্যে ভালোবাসা ও বিশ্বাস দৃঢ় হয়।

আরো পড়ুন :- ঘুম থেকে উঠেই দেখবেন না বেশ কিছু জিনিষ ! আপনার দিনটা ভালো যাবে

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla news dunia Desk

মন্তব্য করুন