জীবনে সংকট থেকে মুক্তি পেতে চান ! তাহলে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- জীবনে সংকট থেকে মুক্তি পেতে চান ! আমারা সবাই জানি সংকটে মুক্তিদাতা বজরংবলি হনূমানজী। তাই প্রতিটি হিন্দু ঘরে হনুমান চল্লিশা পাঠের রেওয়াজ রয়েছে বহুদিন ধরে। শাস্ত্রে বলা হয় যে বাড়িতে রোজ হনুমান চল্লিশা পাঠ হয় সেই সব পরিবার সঙ্কটমোচন বজরঙ্গবলীর আশীর্বাদ লাভ করে। সাধারণত মঙ্গলবার করে হনুমানজির পূজা করা হয়। কেউ কেউ শনিবারও পূজা করে থাকেন।

মঙ্গলবার এবং শনিবারও অনেকে হনুমাল চল্লিশা পাঠ করেন। শাস্ত্রে বলা হয় যদি রোজ বিশেষ করে রাতের বেলা হনুমান চল্লিশা পাঠ করেন তাহলে তার ফলাফলও দারুন পাওয়া যায়।  তুলসীদাসের অসাধারণ সৃষ্ট্রি হনুমান চল্লিশা। যেকোনও বয়সের মানুষ, ছোট থেকে বৃদ্ধ সকলে নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন।

জানেন হনুমান চল্লিশা পাঠ করার অনেক ভালো দিক আছে। আপনি এবং আপনার পরিবারের সকলেরই মঙ্গল হবে। জীবনে কোনও বিপদে পড়বেন বা কোনওরকম বাধার সম্মুখীন হবেন তখন অবশ্য মনে মনে এই সঙ্কট মোচন শ্রী হনুমানুষ্টক মন্ত্র জপ করুন। দেখবেন জীবনের সকল বাধা-বিঘ্ন সহজে কেটে যাবে। কখনও যদি আপনার ওপর শনিদেবের নজর পড়ে। তখন জীবনে নানা বাধা ও সমস্যা আসে। এছাড়াও সংসারে কারো কোনও মঙ্গল হয় না।

মুক্তি পেতে নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করুন। রোজ এই মন্ত্র জপে আপনার জীবনে শান্তি নেমে আসবে। বলুন জয় শ্রী রাম , জয় বজরংবলী হনুমান কি জয়।

Highlights

1. জীবনে সংকট থেকে মুক্তি পেতে চান !

2. মুক্তি পেতে নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করুন।

#Astrology #Life #Style #Horoscope

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন