Bangla News Dunia, অজয় দাস :- প্রায় ২৫০০ বছর আগে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা ছিলেন চাণক্য। এর সাথে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ও ছিলেন। তিনি একধারে দার্শনিক ও অর্থনীতি বিদ ও কূটনৈতিক ও ছিলেন। তার প্রচেষ্টায় চন্দু নামের এক বালক চন্দ্রগুপ্ত মৌর্য্যে পরিণত হয়। চাণক্য সফলতা অর্জনের ও সুখী জীবনের জন্য কিছু উপদেশ দিয়েছেন যা প্রতিটি মানুষের জীবনে অবলম্বন করার কথা তিনি বলেছেন।
তিনি বলেছেন সকলের একজন করে গুরু থাকা প্রয়োজন তা শিক্ষা হোক বা ব্যবসা। তবে গুরু আপনার শিক্ষার বা ব্যবসা পরিচালনার জন্য কি বুদ্ধি দিচ্ছেন তা অন্য কাউকে না বলাই ভালো।
আপনার নিজের মানুষের সাথে আপনার সম্পর্কের ভালো মন্দ দিক থাকবেই তা বাইরে আলোচনা না করাই ভালো।
নিজের রোজগার সমন্ধে অন্য কাউকে না বলাই শ্রেয় , আপনি কম বেশি যাই রোজগার করুন না কেনো তা অন্য কোনো ব্যাক্তিকে না বলাই শ্রেয়।
তিনি বলেন ধন সম্পদ থাকা ভালো , আর তা দান করা শ্রেয়। অথাৎ তিনি দান ধ্যানে কোনো বাঁধা দেননি। তিনি বলেছেন দান ধ্যান করার সময় ঢাক ঢোল না পেটানোই শ্রেয়। ভিক্ষুককে হাত খুলে চুপিসারে ধান করুন।
Highlights:-
১. নিজের রোজগার সমন্ধে অন্য কাউকে না বলাই শ্রেয়।
২. দান ধ্যান করার সময় ঢাক ঢোল না পেটানোই শ্রেয়।
৩. সকলের একজন করে গুরু থাকা প্রয়োজন তা শিক্ষা হোক বা ব্যবসায়।
#banglanews #chanokko #business #lifestyle #banglanewsdunia