জীবনে সাফল্যের মূলমন্ত্র কি ? জানুন চানক্য নীতি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : আচার্য চাণক্য গোটা বিশ্বের সর্বকালের সেরা কয়েকজন জ্ঞানীর মধ্যে অন্যতম। তবে তিনি ছিলেন না কূটনীতিবিদ, অর্থনীতিবিদ ও দার্শনিক। নিজের লক্ষ্যের প্রতি অবিচল থেকে কী ভাবে শেষ পর্যন্ত সাফল্য অর্জন করতে হয়, সেই পথ দেখিয়ে গিয়েছেন আচার্য চাণক্য। প্রখর আত্মবিশ্বাস, কূটনৈতিক বুদ্ধি ও অত্যন্ত আধুনিক মননের অধিকারী ছিলেন চাণক্য। কাজ করার সিদ্ধান্ত নিলে তা যে কোনও মূল্যে সম্পূর্ণ করায় বিশ্বাসী ছিলেন তিনি।

আশ্চর্যের বিষয় হল চাণক্যের পরামর্শ এত হাজার বছর পরে আজও আমাদের জীবনে সমান প্রাসঙ্গিক। জেনে নেওয়া যাক চাণক্যের পরামর্শ অনুসারে নতুন বছরে সাফল্য লাভের উপায়।

আরো পড়ুন :- বাংলায় ৭৩৪ কোটির বিনিয়োগ মোদী সরকারের

১. চাণক্য মনে করতেন দুঃখ ও কষ্ট প্রতিটি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। ঠিক যেমন দিনের পর রাত আসে, তেমনই সুখের পর দুঃখের দিন আসবেই, আবার সেই অন্ধকার কেটে গিয়ে আলো দেখা দেবে। সুখের সময় যেমন আনন্দে ভেসে যাওয়া উচিত না, তেমনই দুঃখের সময় ভেঙে পড়তে নেই।

২. চাণক্য বলেছেন কখনোই কোনও পরিস্থিতিতে ভয় পাওয়া উচিত না। সংকটের মোকাবিলা শক্ত মনে করতে হবে। একজন মানুষ বিপদে পড়লে তার মোকাবিলা করতে সক্ষম হন।

৩. ব্যক্তির শাস্ত্রশিক্ষা, নীতিশিক্ষা আছে, তিনিই সঠিক ভাবে শিক্ষিত। তিনি ভালো ও খারাপের মধ্যে তফাত্‍ করতে পারেন। এঁরাই জীবনে প্রচুর সাফল্য লাভ করেন।

৪. শিক্ষার উপর প্রচুর জোর দিয়েছেন আচার্য চাণক্য। তাঁর মতে যে ব্যক্তি সঠিক ভাবে শিক্ষিত, তিনি দুঃখকে জয় করতে পারেন। তিনি জানেন শিক্ষা সব দুঃখের সমাধান, সব লক্ষ্য শিক্ষার মাধ্যমে অর্জন করা যায়।

আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ?

৫. খারাপ সময়ের জন্য মানুষের অর্থ সঞ্চয় করে রাখা। তবে পরিবারকে রক্ষা করতে হলে সেই অর্থও খরচ করে ফেলা যায়। যদি নিজের আত্মা, নিজের বিবেককে রক্ষা করার প্রশ্ন ওঠে, তখন অর্থ, পরিবার সবই তুচ্ছ হয়ে যায়।

৬..চাণক্য বলেছেন আমাদের নেগেটিভ চিন্তা ভাবনা থেকে দূরে থাকা উচিত। পরিশ্রম ও পজিটিভ চিন্তা আমাদের সাফল্যের পথে কয়েক ধাপ এগিয়ে দেয়।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- পাকিস্তানে হামলা চালাল আফগান তালিবান, নিহত ৬, আহত ১৭

আরো পড়ুন :- ডিসেম্বর ছেড়ে এ বার জানুয়ারির-হুমকি শুভেন্দুর !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন