Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সুস্থ থাকার জন্য সঠিক খাদ্য ও ব্যায়াম করা উচিত। পাশাপাশি বাস্তু শাস্ত্রেও কিছু উপায় রয়েছে, যা ব্যক্তির উন্নত স্বাস্থ্য লাভের জন্য জরুরি। ছোট ভুলের কারণে বাস্তুদোষ সৃষ্টি হয় যার নেতিবাচক প্রভাব জীবনের ওপর পড়ে থাকে। পরিবারের সদস্যরা বার বার অসুস্থ হয়ে পড়েন, নিজের বাড়ির বাস্তু দোষ দূর করা উচিত।
এমন কিছু বাস্তু টিপস আছে যাতে স্বাস্থ্য উন্নত করতে পারবেন—
১. বাস্তু মতে শোয়ার ঘরে পুরনো ও অপ্রয়োজনীয় জিনিস রাখবেন করবেন না। ফলে ঘরে নেতিবাচক শক্তির সঞ্চার হয়। যা রোগের কারণ হয়ে দাঁড়ায়।
২. শয়নকক্ষ বদ্ধ হওয়া উচিত নয়। বিছানার সামনে আয়না রাখাও উচিত নয়। পরিবারের সদস্যদের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। শয়নকক্ষে দেবী, দেবতার ছবি লাগাবেন না।
৩. বাড়ির প্রবেশদ্বারের সামনে কাদা থাকলে পরিজনদের মানসিক রোগ হতে পারে। অবসাদ ঘিরে থাকে তাঁদের। আবার লক্ষ্য রাখবেন যাতে প্রবেশ দ্বারের সামনে নোংরা, আবর্জনা না-থাকে।
৪. খাওয়ার সময় মুখ যেন পূর্ব বা উত্তর দিকে থাকে। ফলে হজম শক্তি ভালো হবে এবং ব্যক্তি সুস্থ থাকবে।
৫. বাড়ির সামনে বড় গাছ বা পোস্ট থাকলে তাঁর ছায়া যদি বাড়ির ওপর পড়ে তা হলে বাস্তুদোষের কারণ হয়ে দাঁড়ায়। বাড়ির প্রবেশদ্বারে স্বস্তিক চিহ্ন বানানো উচিত।
৬. বাড়ির আগ্নেয় কোণ অর্থাৎ দক্ষিণ-পূর্ব কোণে নিয়মিত লাল মোমবাতি জ্বালালে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে।
৭. সকালে ঘুম থেকে উঠে অল্প সময় জন্য দরজা-জানালা খুলে দিন। সূর্যরশ্মি স্বাস্থ্যের পক্ষে উপকারী। এর ফলে ব্যক্টিরিয়া ও জীবণু নষ্ট হয়। দরজা ও জানালায় গাঢ় রঙের ভারী পর্দা লাগাবেন।
৮. ঘুমানোর সময়ও বাস্তু নিয়ম মেনে না-চললে সমস্যা দেখা দিতে পারে। মাথা উত্তর ও পা দক্ষিণে রেখে ঘুমানো উচিত নয়। এর ফলে মাথাব্যথা, অনিদ্রার মতো সমস্যা দেখা দেয়। মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব বিস্তার করে।
৯. পরিবারে কোনও গর্ভবতী মহিলা থাকলে তাঁদের শয়ন কক্ষ দক্ষিণ-পশ্চিম দিকে হওয়া উচিত। উত্তর-পূর্ব বা ঈশান কোণের শয়ন কক্ষে গর্ভবতী স্ত্রীদের না-থাকাই ভালো।
১০. বাস্তু মতে উচ্চরক্তচাপের রোগীদের দক্ষিণ-পূর্বের শয়নকক্ষে থাকা উচিত নয়। তাই উচ্চ রক্তচাপের রোগীরা এই দিকে বাস করলে তাঁদের সমস্যা বাড়তে পারে।
‘ আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল ‘