Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ডঃ আব্দুল কালামের মহান বানী ! জীবনে চলার পথে অনেক সময় আমরা অনুপ্রেরণা হারিয়ে ফেলি। এই কঠিন সময়ে আমাদের ঠিক কি করা উচিত। এপিজে আবদুল কালাম সেই রকম একজন ব্যাক্তি যিনি আমাদের অনুপ্রেরণা। ভারত মাতার উন্নতির জন্য তার অবদান অপরিসীম। তাই জেনে নিন ডঃ আব্দুল কালামের মহান বানী যা চলার পথে অনুপ্রেরণা দেবে।
এক নজরে দেখুন ——
১. স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা পূরণের ইচ্ছা তোমায় ঘুমাতে দেবে না।
২. সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, জীবন শেখায় সময়কে সঠিক ভাবে ব্যবহার করতে হবে।
৩. মহান ৫টি কথা নিজেকে বলবে, আমি সেরা, আমি নিশ্চই পারবো, সৃষ্টি কর্তা সর্বদা আমার সঙ্গে আছেন, আজকের এই দিনটা শুধু আমার।
৪. জীবনে সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে তোমাকেই প্রথমে সূর্যের মত পুড়তে হবে।
৫. জানেন কি FAIL শব্দটার অন্য মানে আছে First Attempt in Learning অর্থ্যাৎ শিক্ষার প্রথম ধাপ।
৬. জীবনে কখনই হল ছেড়ে দেওয়া উচিত নয় ও সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাঁধা যেন আমাদের হারিয়ে না দিতে পারে।
আরো পড়ুন :- বাড়িতে মশার খুব উপদ্রব ? দেখুন মুক্তির উপায়
৭. সকল ছাত্রদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য থাকা দরকার তা হলো প্রশ্ন করার ক্ষমতা।
৮. জীবন একটা কঠিন খেলা আর চলার পথ আরও কঠিন।
Highlights
1. ডঃ আব্দুল কালামের মহান বানী !
2. জীবন একটা কঠিন খেলা আর চলার পথ আরও কঠিন
#Life #Style