Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : দু’বছর পর স্কুল শুরু। ছাত্র ছাত্রীদের ঘরবন্দি জীবন কাটাচ্ছিল। বেশিরভাগ ক্ষেত্রে অনেকে জীবন যাপনে অভ্যস্ত হয়ে গেছে। বড়োদের যেমন ওয়াক ফ্রম হোম, বাচ্চাদের অনলাইন ক্লাসে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠেছে। আগের নিয়মে স্কুলের পরিবেশের সাথে মানিয়ে নেওয়া বাচ্চাদের একটু অসুবিধা হবে।
শুধু মাত্র চার দেয়ালে বন্দি জ্ঞানা অর্জনের জায়গা নয়। সেখানে বন্ধুত্ব এবং পারস্পরিক সাহচর্যের মিলমিশে প্রত্যেকে শিক্ষা অর্জন করে। করোনা এখনও আমাদেরকে চিরতরে মুক্তি দেয়নি। বাচ্চাকে স্কুলে পাঠানোর আগে এই জিনিসগুলি অবশ্যই মাথায় রাখুন।
আরো পড়ুন :- এই রাশির জাতকদের কখনো টাকার অভাব হয় না , সারাজীবন থাকে মা লক্ষ্মীর আশীর্বাদ
১. লকডাউন আর অনলাইন পড়াশোনার ফলে বাচ্চাদের ঘুমের অভ্যাসের পরিবর্তন হয়েছে। চেষ্টা করবেন বেশি রাত না করে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেওয়ার। বাড়িতে বিভিন্ন ইনডোর গেমসে বাচ্চাকে ব্যস্ত রাখুন। রাত্রে তাড়াতাড়ি বাচ্চা ঘুমিয়ে পড়বে।
২. তাই বাচ্চাকে আগে থাকতেই স্কুলের পরিবেশ কেমন হতে পারে করোনা আবহে তা ভালোভাবে বুঝিয়ে দিন। একটা বেঞ্চে চার থেকে পাঁচজন বসে পঠন পাঠনের ব্যবস্থা আর কোনো স্কুলে থাকবে না। কীভাবে শারীরিক দূরত্ব বিধি মেনে চলবে, হাত স্যানিটাইজ করবে কিংবা হাঁচি-কাশির সময় মুখে রুমাল দেবে তা শিখিয়ে দিন।
৩. বাচ্চার স্কুল শুরু হওয়ার পর অবশ্যই তার আচরণের উপর খেয়াল রাখবেন। পাশাপাশি পড়াশুনায় বাচ্চা আগের মত মনোযোগী হতে পারছে কিনা কিংবা স্কুলের সব কথা বাড়িতে এসে বলছে কিনা, সেই বিষয়টির দিকেও নজর দেবেন।
আরো পড়ুন :- এই রাশির জাতকদের ২০২২ সাল দারুন কাটবে , দেখুন আপনার রাশি আছে কি না
৪. সারাদিন বাচ্চাদের ক্ষেত্রে মাস্ক মুখে পড়ে থাকা সত্যিই কষ্টের। চেষ্টা করবেন বাচ্চাকে আরামদায়ক কোন থ্রি লেয়ার মাস্ক দিতে। তবে একটা নয়, দুটো থেকে তিনটে মাস্ক দেবেন। টিফিনের সময় মাস্ক পরিবর্তন করে নিতে বলবেন।
৫. প্রতিদিন বাচ্চা স্কুল থেকে ফেরার পর স্কুল জামা আলাদা করে রাখুন। আর চেষ্টা করুন রোজ জামা পরিষ্কার করে দেওয়ার। সেই ক্ষেত্রে দুটো বা তিনটে স্কুল ড্রেসের সেট রাখলে ভালো।
৬. নিয়ম করে সপ্তাহে অন্তত দুবার স্কুল ব্যাগ পরিষ্কার করে দিন। প্রতিদিন স্কুল থেকে ফেরার পর ব্যাগ সমেত ব্যাগে থাকা প্রত্যেকটি জিনিস ভালো ভাবে স্যানিটাইজ করে নিতে ভুলবেন না।
৭. করোনা আবহে মাস্ক এর পাশাপাশি স্যানিটাইজার খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই স্প্রে স্যানিটাইজারের ছোট বোতল দেবেন। দুটো রুমাল দেওয়ার চেষ্টা করবেন। চাইলে এক্সট্রা টিস্যু পেপারও দিতে পারেন।
আরো পড়ুন :- বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশির উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে জানুন
বাচ্চারা হঠাৎ বাইরে বেরোলে দোকান থেকে নানান জিনিস কিনে খেতে চাইবে। বাচ্চাদের হাতে একেবারেই টাকা দেবেন না। রাস্তার ধারে দোকান থেকে কোন জিনিস কিনে খাওয়া এই সময় নিরাপদ নয়। কারণ বাচ্চারা স্যানিটাইজের বিষয়ে সতর্ক নাও থাকতে পারে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল