নিখুঁত ক্যারিয়ার তৈরী করুন ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- জীবনে ক্যারিয়ারে এগিয়ে যেতে চান সকলে। কারো নতুন চাকরিতে যোগ দেওয়া বা নতুন করে লেখাপড়া শুরু করা যেকোন পরিস্থিতে সফলতা পেতে সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান থাকা জরুরি। সাধারণত অভিজ্ঞ ব্যাক্তিরাই নতুনদের নয়া শিক্ষা দিতে পারেন। ফোর্বসের ক্যারিয়ার বিশেষজ্ঞ ট্রাভিস ব্রাডবেরি তুলে ধরেছেন সেই সব শিক্ষার কথা। আগে থেকেই এসব শিখে রাখুন আর নিখুঁত ক্যারিয়ার তৈরী করুন।

দেখে নিন এক নজরে —

১. সফল মানুষের মাঝে আত্মবিশ্বাসের অভাব দেখা যায় না। কারণ তারা নিজেদের ওপর সব সময় বিশ্বাস রাখেন।

২. আপনার ওপর কেন অন্য কেউ তখন ভরসা আনবে যখন নির্ভরতার উপাদানগুলো আপনার কাছে আছে বলে মনে করতে পারেন।

৩. নতুন চ্যালেঞ্জ নিতে হলে আত্মবিশ্বাস জরুরি। যাদের নিজের ওপর আত্মবিশ্বাস নেই, তারা অভ্যন্তরের নানা মানসিক সমস্যায় ভুগতে থাকেন।

৪. যে পরিস্থিতিতে আজকে রয়েছেন তার কারণ আপনি নিজে। হতে পারে লক্ষ্য অর্জনে যা করা দরকার ছিল তা করার সাহস আপনার মধ্যে ছিল না।

৫. সফলতা কেবলমাত্র ব্যস্ততা থেকে আসে না। মনসংযোগ থেকে আসে যা উৎপাদনশীল কাজে ঢেলে দেওয়া হয়।

৬. জীবনের পরিসর অনেক ছোট। কাজেই নেতিবাচক মানুষের চারপাশে থেকে জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না।

৭. ক্যারিয়ারে সব সময় আনন্দের থাকে না । তখন সন্দেহ দানা বাঁধবে ,  নৈরাশ্যবাদ ভর করবে। এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করলে আত্মবিশ্বাস হারাতে থাকবেন।

৮. স্বাস্থ্য ঠিক না থাকলে কোনো কাজই সম্পন্ন হবে না। তাই নিয়মিত গভীর ঘুম অতি জরুরি। আবার নিয়মিত ব্যায়াম আপনাকে আরো বেশ কর্মক্ষম করে তুলতে পারে।

৯. আত্মনিয়ন্ত্রণ, মনোযোগ বৃদ্ধি এবং স্মৃতিশক্তি ধরে রাখতে ঘুম ও ব্যায়াম এর বিকল্প নেই।

১০. ছোটখাটো সাফল্য অর্জন কোনো না কোনো সময় ঠিকই আসছে। তাই এগুলো নিয়ে নিজেকে আরো উজ্জীবিত করে তুলুন।

১১. জীবনে নানা সমস্যা থাকবেই। তাই সব সময় সমাধানের খোঁজ করুন।

১২. মাঝে মাঝে ব্যর্থতার শিকার হবে। পিছলে পড়ে যাবেন। ভুল হতেই পারে। তবে অনুতাপ করবেন না।

ভুল তখনই মূল্যবান হয় যখন এর থেকে শিক্ষা নিতে পারবেন। অনুতাপে না ভুগে নিজেকে ক্ষমা করে দিন।

Highlights

1. নিখুঁত ক্যারিয়ার তৈরী করুন

2. অনুতাপে না ভুগে নিজেকে ক্ষমা করে দিন

#ক্যারিয়ার #Lifestyle

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন