নিস্তব্ধ সন্ধ্যায় প্ল্যানচেটে আত্মাদের সাথে কথা বলতেন স্বয়ং রবীন্দ্রনাথ , জানুন অজানা ইতিহাস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

rabindranath tagore

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : নিস্তব্ধ সন্ধ্যায় শান্তিনিকেতনের উদয়ন বাড়ির এক ঘরে জ্যোতি দাদাকে জানাচ্ছেন রবি ঠাকুর- ‘সেদিন আপনার কথা শুনে খুব উপকার হয়েছে। মন শান্ত করতে পেরেছি’। চলছে ছোট ভাই রবির সঙ্গে আলাপ আলোচনা মনের টানেই বোধ হয় আকাশ থেকে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অশরীরী আত্মা নেমে এসেছিল ওই ঘরে।

অবাক লাগলেও, রবিঠাকুরের কবি বা দার্শনিক রূপের বাইরেও নানান রূপ বর্তমান ছিল। মৃত্যু মানুষকে মুছে দেয়, তবু রবি ঠাকুর পরলোকের সঙ্গে যোগের কথা কখনওই উড়িয়ে দেননি। অথচ তাকে ‘ধর্মবিশ্বাস’-এর সঙ্গেও জড়িয়ে ফেলেননি তিনি। কিছু দৃষ্টান্তও বেশ কিছু লেখায় উঠে আসে।

শয়নকক্ষের মেঝেতে গোল হয়ে বসে উমা ও রবি ঠাকুর। আত্মাকে প্ল্যানচেট করে এই ভূমিতে আনতে গেলে দরকার মিডিয়াম। সেই মিডিয়াম হলেন রবি ঠাকুরের বন্ধু ‘কাব্যগ্রন্থাবলী’-র সম্পাদক মোহিতচন্দ্র সেনের কন্যা উমা। প্রশ্ন করতেন রবিঠাকুর আর উত্তর দিতেন উমা থুরি পরলোক থেকে আসা অশরীরী। দর্শকের তালিকায় থাকতেন অবনীন্দ্রনাথ থেকে নন্দলাল বসু, মোহনলাল গঙ্গোপাধ্যায়, মীরা দেবী এবং আরও অনেকে। প্রেতযোগ স্থাপন করতেন রবীন্দ্রনাথ।

আরো পড়ুন :- ৫০০০ টাকা করে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ?

শ্রী প্রথমনাথ বিশী রবীন্দ্রনাথের কাছে জানতে চেয়েছিলেন মাইকেল সম্পর্কে কোনও স্মৃতি তাঁর মনে আছে কিনা। রবি ঠাকুরের লেখা এক চিঠিতেই প্ল্যানচেটের সঙ্গে তাঁর ছোটবেলা থেকেই যোগ বর্তমান তা বেশ বোঝা গিয়েছে। চিঠিতে তিনি লেখেন- “আমাদের বাড়িতে মাইকেলের গতিবিধির পরে আমার জন্ম। আমি তাঁকে দেখিনি। একবার প্রেতবাণীবহ চক্রযানে তাঁর সঙ্গে আলাপ হয়েছিল, সেটা সাক্ষ্যরূপে আদালতে গ্রাহ্য হবে না।

আরো পড়ুন :- ভোট-খরচে : গোয়ায় বিজেপিকেও হারিয়ে দিল তৃণমূল !

বলা হয়, মৃণালিনী দেবীর মৃত্যুর পরে বহুবার তাঁকে প্ল্যানচেট করে এনেছিলেন রবীন্দ্রনাথ।
প্রিয় নতুন বৌঠানকেও যে কয়েকবার তিনি এনেছিলেন তার উল্লেখও বেশ কিছু জায়গায় পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যজনক এই যে, রবিঠাকুরের জীবনের সবচেয়ে অন্তরঙ্গ এই দুই মহিলার সঙ্গে প্ল্যানচেটের উল্লেখ থাকলেও কথোপকথনের লিপিবদ্ধ রূপ উদ্ধার করা সম্ভব হয়নি।

রবীন্দ্রসাহিত্যের মতোই অনেক রোদ ছায়ায় ভরা তার জীবন। তাঁর রূপ কখনও ফুটে উঠেছে অন্বেষক হিসেবে, কখন বা কবি-দার্শনিক রবি ঠাকুর হিসেবে ধরা দিয়েছেন তিনি। কিন্তু জানার বাইরেও কিছু অজানা থাকে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- DA : জানুন ডিএ বৃদ্ধির পর রাজ্যের সঙ্গে কেন্দ্রের বেতনের ফারাক কত হল ?

আরো পড়ুন :- দুর্গাপূজা : ষ্টার হিন্দু ক্রিকেটারকে হুমকি, ইসলাম গ্রহণ করতে চাপ

আরো পড়ুন :- শুভেন্দুর পিছনে ২০ কোটি টাকা খরচ করেছে মমতা, দাবি শুভেন্দুর

আরো পড়ুন :- মমতার মিম বানিয়ে গ্রেফতার যুবক ! বিরোধীদের দাবি, বাক স্বাধীনতা খণ্ডনের চেষ্টা

আরো পড়ুন : আগামী দিনে ২৫% বিদ্যুৎ বিল কম আসবে আপনার !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন