Bangla News Dunia, দীনেশ দেব :- চন্দ্রগুপ্ত মোর্যের এই বিরাট সাম্রাজ্যে গঠনের প্রধান কান্ডারি হিসাবে পন্ডিত চাণক্যকে ধরা হয়। তিনি চন্দ্রগুপ্তের সেনাবাহিনীর জন্য এক বিশেষ দল গঠন করেছিলেন , যেই দলের সমস্ত সদস্যই সমস্ত শিল্পকলায় পারদর্শী ছিলেন। পন্ডিত চাণক্যের মতে মহিলাদের মধ্যে পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে সাহসের মাত্রা ছয় গুন বেশি। তিনি চন্দ্রগুপ্ত মোর্যের সেনাবাহিনীতে বিভিন্ন গোপনীয় ও গুরুত্বপূর্ণ কাজের জন্য বিভিন্ন প্রশিক্ষিত মহিলাদের রাখতেন।
এমনকি তিনিই প্রথম বিষ কন্যার জন্মদেন। এই বিষ কন্যারা খুবই সাহসী ছিল। এরা খুবই সাহসিকতার সাথে বিরোধী বাহিনীর ভিতরে আক্রমণ করতো ও তাদের পরাস্ত করতে সাহায্য করতো। এরা এতটাই সাহসী ছিল যে তারা জানতো যে তারা যদি ধরা পরে তবে মৃত্যু নিশ্চিত তবুও তারা নিজের কাজ সাহসিকতার সাথে করে যেতো।
আরো পড়ুন :- ডঃ আব্দুল কালামের মহান বানী ! জীবন বদলে দেবে
আচার্য চাণক্য চন্দ্রগুপ্তের সেনাবাহিনীতে বিভিন্ন প্রশাসনিক কাজে মহিলাদের ব্যবহার করতেন। এদের দূর সাহসিকতার জন্যই ছোট বাহিনী থাকা সত্বেও বড় বড় সাম্ৰাজ্যকে ধ্বংস করা সম্বভ হয়েছে।
আচার্য চাণক্য তার নীতিতে বলেছেন , মহিলাদের মধ্যে পুরুষদের তুলনায় ছয় গুন বেশি সাহস থাকে। এছাড়া তাদের মধ্যে পুরুষদের তুলনায় লজ্জা ও ছয় গুন বেশি থাকে। আর নারীদের মধ্যে পুরুষদের তুলনায় নম্রতা ও বেশি তাই তারা পুরুষদের তুলনায় এগিয়ে থাকে। তারা পুরুষদের তুলনায় সব বিষয়ে বেশি চিন্তা করে। এছাড়া তারা সামাজিক ও পারিবারিক সম্মানের দিক ও মাথায় রাখে।
আরো পড়ুন :- আচার্য চাণক্যের এই নীতি গুলি জানলে , আপনি কখনোই মানুষ চিনতে ভুল করবে না