পরিবেশ দূষণ আটকাতে পাট, কাপড়ের চাঁদমালা

By Bangla News Dunia Rajib

Published on:

chandmala

Bangla News Dunia , Rajib : পুজোর পর দূষণের অন্যতম কারণ হয়ে ওঠে মালা, চাঁদমালা, ফুল। তাই পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচাতে এ বার কালনার শিল্পীরা তৈরি করেছেন পরিবেশবান্ধব চাঁদমালা। সেই কাপড়ের ফুল, মালা পাড়ি দিয়েছে আমেরিকা, ক্যানাডার মতো বিদেশের বিভিন্ন জায়গাতেও।

দুর্গাপুজো থেকে রাস পর্যন্ত চাহিদা থাকে রংবেরঙের চাঁদমালার। কালীপুজোয় সেই চাহিদা আরও বাড়ে। কালনার বারুইপাড়া, নাগরগাছি, ধাত্রীগ্রাম, বাঘনাপাড়ার মতো এলাকার প্রায় পাঁচশো শিল্পী যুক্ত পুজোর এই সব উপকরণ তৈরিতে। এখানকার সামগ্রী জেলার বিভিন্ন এলাকা ছাড়াও সরবরাহ হয় কলকাতা, নদিয়া, হুগলি, মুর্শিদাবাদে।

আরো পড়ুন :- ইজরায়েলের হাতে ‘মাদার অফ অল বম্ব’ ! ধ্বংস হয়ে যাবে মুসলিম দুনিয়া ?

আরো পড়ুন :- চীন-পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিল ভারত !

শহরের বারুইপাড়ায় রয়েছে চাঁদমালা তৈরির কারখানা। কারখানার মালিক মঞ্জু পাল বলেন, ‘পরিবেশ দূষণের অন্যতম কারণ প্লাস্টিক। তাই মালা, চাঁদমালা তৈরিতে প্লাস্টিক আমরা একদম বাতিল করেছি। বদলে কাপড়, কাগজ, পাটের মতো পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা হচ্ছে। তাতে দাম কম পড়ছে। পরিবেশও দূষণের হাত থেকে রক্ষা পাবে।’

আর এক ব্যবসায়ী সুব্রত পাল বলেন, ‘কাপড়ের তৈরি জবা, চন্দ্রমল্লিকা ফুলের ভালো চাহিদা রয়েছে। জরির মালারও চাহিদা রয়েছে। চাঁদমালা কাগজে ছাপানো হচ্ছে। তাতে ক্রেতার পছন্দমতো বানিয়ে দেওয়া যাচ্ছে।’

আরো পড়ুন :- বদলাচ্ছে মার্কিন রাজনীতি ! ভারতের জন্য ভালো নাকি খারাপ ?

কালনার হাসপাতাল সংলগ্ন এলাকার কালীপুজো কমিটির সদস্য অভিজিৎ গায়েন বলেন, ‘পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে তৈরি হলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে। যদি এগুলো পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি করা হয় তাহলে দূষণের আশঙ্কা থাকবে না।’

#End

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন