প্রয়াত প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান, বয়স কত হয়েছিল?

By Bangla News Dunia Rajib

Published on:

pic

Bangla News Dunia , Rajib : প্রয়াত বিবেক দেবরায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি। বয়স হয়েছিল ৬৯ বছর।

বিশিষ্ট এই অর্থনীতিবিদ মোদী জমানায় ভারত সরকারের বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। মৃত্যুর আগে পর্যন্ত প্রধানমন্ত্রী উপদেষ্টা পরিষদের দায়িত্বভার ছিল তাঁর কাঁধেই।

বিবেক দেবরায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘ড. বিবেক দেবরায় একজন পণ্ডিত মানুষ ছিলেন। অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, আধ্যাত্মিকতা এবং বহু ক্ষেত্রে তাঁর বিচরণ ছিল। বুদ্ধিজীবী মহলে তাঁর ছাপ ছিল স্পষ্ট। সরকারি ক্ষেত্র ছাড়াও তিনি প্রাগৈতিহাসিক বহু বিষয় নিয়েও কাজ করেছেন। যুবদের কাছে তাঁর কাজ অনায়াসেই পৌঁছে দিয়েছেন।’ মোদীর সংযোজন, ‘আমার সঙ্গে ড. দেবরায়ের পরিচয় ছিল দীর্ঘদিনের। বিভিন্ন বিষয়ে তাঁর অন্তর্দৃষ্টি এবং তাঁর ভাষণ আজীবন মনে রাখব। তাঁর প্রয়াণে আমি শোকহত। পরিবার, পরিজনদের প্রতি সমবেদনা রইল। ওম শান্তি।’

আরো পড়ুন :- ইজরায়েলের হাতে ‘মাদার অফ অল বম্ব’ ! ধ্বংস হয়ে যাবে মুসলিম দুনিয়া ?

আরো পড়ুন :- চীন-পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিল ভারত !

দেশের প্রথম সারির অর্থনীতিবিদদের মধ্যে ড. বিবেক দেবরায় ছিলেন উজ্জ্বলতম। ছিলেন নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠবৃত্তে। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান পদে বসেন। আর আগে ২০১৫ সালে তিনি নীতি আয়োগের সদস্য হন। ২০১৯ সাল পর্যন্ত তিনি ছিলেন কমিটিতে। এ ছাড়াও ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের চ্যান্সেলর পদে ছিলেন। পুনের গোখলে ইনস্টিটিউট অফ পলিটিক্স এবং ইকনমিক্সের চ্যান্সেলর হিসেবেও কাজ করেছেন ড. দেবরায়। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০৪৭ সালের উন্নত ভারত করার লক্ষ্য নিয়ে তৈরি কমিটিতেও ছিলেন তিনি।

আরো পড়ুন :- বদলাচ্ছে মার্কিন রাজনীতি ! ভারতের জন্য ভালো নাকি খারাপ ?

অর্থনীতির পাশাপাশি অনুবাদক হিসেবেও তাঁর নামডাক ছিল। রামায়ণ, মহাভারত ইংরেজিতে অনুবাদ করেছিলেন বিবেক দেবরায়। অর্থনীতির উপর লেখা বহু গ্রন্থ রচনাও করেছেন। ২০১৬ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।

#End

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন