Bangla News Dunia , দীনেশ দেব :- প্রেম ভালোবাসা এমন এক জিনিস যা মানুষকে যেমন সুখ দেয় তেমনই দুঃখও দেয়। অনেকে এই সুখের অনুভূতি বেশি পায় আবার অনেকে দুঃখের অনুভূতি বেশি পায়। কয়েক বছর আগে সম্পর্ক ভেঙে যাবার পরেও সেটি ঘুরে ফিরে আসে আমাদের স্মৃতিতে। নতুন সম্পর্কে না জড়িয়ে থাকলে শুন্যতায় স্বপ্নে ফিরিয়ে আনে পুরানো প্রেম টিকে। যদি কোনো কারণ ছাড়াই ব্রেকআপ হয়ে থাকে তবে অমীমাংসিত প্রশ্নই প্রাক্তনকে ডেকে নিয়ে আসে স্বপ্নে।
অনেকের আবার বর্তমানের মানুষটির সাথে অতীতের মানুষটির তুলনা করার প্রবণতা থাকে। সেই কারণে অতীত বেঁচে ওঠে স্বপ্নে। কিংবা অতীতের সম্পর্কের কোনো ঘটনা ভুলতে না পারলে দেখা দেয় স্বপ্ন। তবে এই স্বপ্ন যদি আপনাকে বিভ্রত করে তবে আপনাকে এই স্বপ্ন দেখা থেকে বিরত থাকা উচিত। এর জন্য নিজের জীবনে অন্য মানুষ খুজুন। প্রাক্তনের কথা চিন্তা করা বন্ধ করুন। নিজেকে সর্বদা কাজে ব্যাস্ত রাখুন তবেই প্রাক্তনকে ভুলতে পারবেন।
আরো পড়ুন :- কত বড় পুরুষাঙ্গে খুশি হন মহিলারা ! সম্প্রতি এক সমীক্ষায় উঠে আসলো তথ্য
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা কিছুটা কমলেও ঢিলেমি দেবেন না । এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- আবাসনের সামনে ‘ নো কিসিং জোন ‘ ! প্রকাশ্যে চুমুতে আপত্তি