প্রেম ভাঙতে প্রেমিককে বিষ খাইয়ে হত্যা ! কেরলে বছর ২৪-এর প্রেমিকার মৃত্যুদণ্ড

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : নিজের প্রেমিককে হত্যা করার অপরাধে মৃত্যুদন্ডের সাজা শোনান হল কেরালার এক ২৩ বছর বয়সি মহিলাকে। ঘটনাটি ঘটার দীর্ঘ ২ বছর বাদে এই সাজা শোনাল আদালত। সাজাপ্রাপ্ত এই মহিলার নাম গ্রীশমা। উল্লেখ্য, প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসার অজুহাতে নিজের তৎকালীন প্রেমিক শ্যারন রাজ-কে বিষ খাইয়ে হত্যা করেছিল সে।

আরও পড়ুন:– কলকাতা CNCI ইনস্টিটিউটে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত

অভিযুক্তের পক্ষ থেকে তাঁর বয়স কম হওয়া, পূর্বের কোনও অপরাধের ইতিহাস না থাকা এবং বাবা-মায়ের একমাত্র সন্তান হওয়ার দোহাই দিয়ে সাজা ঘোষণায় নমনীয়তার দাবি করা হয়েছিল। কিন্তু অপরাধের গুরুত্ব বিচার করে সেই আবেদনে সাড়া না দিয়ে স্থানীয় আদালত গত সপ্তাহেই গ্রীশমা এবং তাঁর কাকাকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করেছিল। এবার তাঁর মৃত্যুদণ্ডর সাজা ঘোষণা করল আদালত। উল্লেখ্য, বছর ২৪ এর গ্রীশমা হলেন কেরলের মৃত্যুদণ্ড প্রাপ্ত সর্বকনিষ্ঠ আসামি। এর পাশাপাশি গ্রীশমা-র কাকা নির্মূল কুমারকে ৩ বছরের সশ্রম কাড়াদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন