ফুলসজ্জার রাতে বর, বৌকে দুধ কেন খাওয়ানো হয় ? রয়েছে বিরাট বৈজ্ঞানিক কারণ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বিয়ের পর দুটো মানুষের মধ্যে অনেক রকমের নিয়ম রীতি পালন করতে হয়। তার ভিতর একটা হলো ফুলসজ্জার রাতে বর, বৌ দুজনকেই গরুর দুধ পান করা।

ফুলসজ্জার রাতে বর, বৌকে দুধ কেন খাওয়ানো হয়?

বিয়ের পর ফুলসজ্জার রাত প্রতিটি বর, বৌ এর জীবনে অনেক গুরুত্বপূর্ণ রাত। আয়ুর্বেদ শাস্ত্রে এই ফুলসজ্জার রাত সাধারণত বর বৌ এর প্রথম মিলনের রাত। তাই এই ফুলসজ্জার রাত ঘিরে অনেক নিয়ম রীতি পালন করতে হয়। বিশেষজ্ঞদের মতে ফুলসজ্জার রাতে বর বৌ দুজনের দুধ পান করা অতি প্রাচীন কাল থেকেই হয়ে আসছে।

আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন

দুধ খাওয়ানোর পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ

প্রাচীন যুগ থেকেই ভারতীয় কৃষি ও অর্থব্যবস্থায় এবং দৈনন্দিন জীবনে গরুর দুধে বিশেষ গুরুত্ব আছে। ফুলসজ্জার রাত বর বৌ এর প্রথম মিলনের রাত। যেখানে স্বামিকে দুধ খাওয়ানোর রীতি আছে। অনেকেই এইটাকে কুসংস্কার ভাবলেও এর বৈজ্ঞানিক অর্থ আছে।

দুধ পুরুষের শরীরের শুক্র ধাতুকে উজ্জিবিত করে তোলে। আয়ুর্বেদ অনুযায়ী দুধ হলো কামোদ্দীপক অর্থাৎ এতে কামচ্ছা এবং কামশক্তি বৃদ্ধি পায়।

রয়েছে আরও একটি কারণ

এছাড়াও আর একটা কারণ হলো বিয়েতে অনেক রকমের আচার অনুষ্ঠান হবার পর শরীরে অনেক ক্লান্তি আসে। তখন যদি পেস্তা, কেশর, হলুদ মেশানো দুধ খাওয়ানো যায় তবে বর, বৌ এর শরীরে এনার্জি লেভেল অনেক পরিমাণে বৃদ্ধি পায়। বাদাম এবং দুধ দুটোই প্রোটিনে ভরপুর থাকায় মানব শরীরে শক্তি যোগান করে।

কেশর মেশানো দুধে থাকে উচ্চ মাত্রায় প্রোটিন। যা দেহের সেক্স হরমোন গুলোকে উদ্দীপিত করে। টেস্টস্টেরন, ইস্ট্রোজেনের ক্ষরণ বৃদ্ধি পায়। ফুলসজ্জার রাতে স্বামী স্ত্রীর মধ্যে মিলনের ইচ্ছা বাড়াতে এই রীতি সাহায্য করে আসছে। এছাড়াও দুধ মানবদেহের তাপমাত্রা কমিয়ে সতেজ রাখতে সাহায্য করে।

আরও পড়ুন:– কলকাতা CNCI ইনস্টিটিউটে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন