বছর শেষে কোথায় পাড়ি ভারতীয়দের, কোন চিত্র তুলে ধরছে ডেস্টিনেশন সার্চ ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

kashmir-beauty

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বছর শেষ হতে চলেছে। ইয়ার-এন্ড হলিডে ইতিমধ্যেই বুক করে ফেলেছেন। আবার কেউ কেউ এখনও খুঁজে চলেছেন বেড়াতে যাওয়ার ঠিকানা। তবে ভারতীয়দের পছন্দের তালিকায় ডোমেস্টিক ডেস্টিনেশন। অর্থাৎ, দেশের মধ্যে থাকা পর্যটক কেন্দ্রগুলোই ঘুরতে পছন্দ করছে মানুষ। এমনটাই তথ্য উঠে এসেছে বুকিং ডট কম সমীক্ষায়। ভারতের অন্যতম জনপ্রিয় ডিজিটাল ট্রাভেল কোম্পানির করা সমীক্ষায় দেখা গিয়েছে, অন্য বছরগুলোর তুলনায় এ বছর মানুষ সবচেয়ে বেশি ইন্ডিয়ান ডেস্টিনেশন খুঁজেছেন। তাও প্রায় ৪০-১০০ শতাংশ বেশি।

ভারতীয়রা ছুটি কাটানোর জন্য বেছে নিচ্ছেন মুম্বই, বেঙ্গালুরু, দিল্লির মতো শহরগুলোকে। পাশাপাশি অফবিট ডেস্টিনেশনও বেছে নিচ্ছেন অনেকে। মানুষ সেই সব জায়গা সবচেয়ে বেশি পছন্দ করছে, যেখানে রয়েছে সংস্কৃতির ছোঁয়া। যেমন উদয়পুর, জয়পুর। আবার পাহাড়ের প্রেম থেকেও ভারতীয়রা বেরোচ্ছেন না। তাই মানালি, মুন্নার, উটির মতো ডেস্টিনেশনও রয়েছে সার্চের তালিকায়। আবার সমুদ্রও বাদ নেই। কোস্টাল ট্রিপ হিসেবে গোয়া, পুদুচেরির মতো জায়গাগুলো বেছে নিয়েছেন পর্যটকেরা। স্পিরিচ্যুয়াল ট্যুরিজ়মে নাম উঠে এসেছে বারাণসীর। বছর শেষের ছুটি কোথায় কাটানো যায়—ডেস্টিনেশন সার্চে উঠে এসেছে এই সব পর্যটন কেন্দ্র। পাশাপাশি ২১ ডিসেম্বর, ২০২৪ থেকে ৫ জানুয়ারি, ২০২৫—এই সময়টাকেই মানুষ ইয়ার এন্ড ট্রিপের জন্য বেছে নিয়েছেন।

আরো পড়ুন: স্টেট ব্যাংকে নতুন করে ৬০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ চলছে! মাসিক বেতন ৪৮,০০০ টাকা, শীঘ্রই আবেদন করুন

শুধু যে দেশীয় পর্যটন কেন্দ্রগুলোই বুকিং ডট কম-এর সার্চ বাটনে উঠে এসেছে, এমনটা নয়। তালিকায় রয়েছে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রও। বছর শেষের ছুটি কাটাতে ভারতীয় পর্যটকেরা দুবাই, ব্যাংকক ও সিঙ্গাপুরের মতো ডেস্টিনেশনকে বেছে নিচ্ছেন। শুধু তা-ই নয়, বাকু, দানাং ও তবিলিসি (জর্জিয়ার রাজধানী) শহরের নামও সার্চের তালিকায় রয়েছে। বাদ নেই ফিনল্যান্ডের শহর ল্যাপল্যান্ডও। মোটামুটি সারা বছরই ভারতীয়দের সার্চের তালিকায় দুবাই, সিঙ্গাপুর থাকে। এ বারে সেখানে কুয়ালামপুর, লন্ডন ও ফুকেটও রয়েছে।

বোঝাই যাচ্ছে, বছর শেষে ভারতীয়দের ভ্রমণের প্ল্যান তৈরি। ডোমেস্টিক হোক কিংবা ইন্টারন্যাশানাল, ভারতীয়রা এমন জায়গা পছন্দ করছেন, যেখানে রয়েছে সংস্কৃতি, অ্যাডভেঞ্চার সবই। আর সবাই চাইছেন নির্ঝঞ্ঝাট ভ্রমণ।

আরো পড়ুন: কেন ভারতের অর্থনীতির উন্নয়নের ‘গুরুঠাকুর’ বলা হয় মনমোহন সিং-কে ? জানুন বিস্তারিত

আরো পড়ুন:  কংক্রিটের থেকেও শক্ত অংশ রয়েছে প্রতিটি মানুষের শরীরে, কোথায় জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন