Bangla News Dunia, সারদা দে :- সময়ের সাথে সাথে চাষাবাদ পদ্ধতিতে অনেক পরিবর্তন আসে। অধিক মুনাফা অর্জনের জন্য অনেকেই তাদের ঐতিহ্যবাহী চাষাবাদ ত্যাগ করে আধুনিক চাষাবাদ অবলম্বন করছেন। আবার কেউ কেউ তাদের চাষের মাটির পুরো সুবিধা নিচ্ছে। এখন অনেক কৃষকই তাদের জমিতে গম কিংবা মটরের পরিবর্তে সয়াবিন চাষ শুরু করেছেন।
এ বিষয়ে কৃষকরা জানান, বর্ষায় যেসব সয়াবিন বপন করা হয় তাতে নানা রোগের আশঙ্কা থাকে। যার সরাসরি প্রভাব পড়ছে ফসল উৎপাদনে। অন্যদিকে, গ্রীষ্মকালে এই ফসলটি বপন করলে রোগের প্রকোপ কমে যায় এবং প্রায় ১৫ দিনের মধ্যে ফসল পেকে যায়। এ কারণে কৃষকরা তাদের ক্ষেত বাঁচাতে সয়াবিন চাষ শুরু করেন। এ সময় এই ফসল চাষের খরচ অনেক কম এবং বাজারদরও ভালো পাওয়া যায়।
আরো পড়ুন : – বাড়তি আয়ের জন্য আপনার বাড়ির বাগানে পেঁপে চাষ করুন
গ্রীষ্মের মাসগুলিতে সয়াবিন চাষ
গ্রীষ্মের মৌসুমে বপন করা সয়াবিন শষ্যে ভাইরাল হলুদ মোজাইক রোগ এবং চোষা পোকার প্রাদুর্ভাবের আশংকা থাকে । এটি প্রতিরোধ করার জন্য, কৃষককে সময়ে সময়ে তার জমিতে সেচ এবং স্প্রে করতে হয় । তবে গ্রীষ্মকালে সয়াবিন চাষের দিকে কৃষকদের ঝোঁক আগের থেকে বাড়ছে।
আরো পড়ুন :- কম খরচে লাভজনক ব্যবসা শুরু করবেন ? বাড়িতে পালন করুন এই পাখিটি
খামার থেকে দ্বিগুণ লাভ
গ্রীষ্মের মৌসুমে সয়াবিন চাষ শুরু করার একটি বড় সুবিধা হল বৃষ্টি শুরু হওয়ার আগেই ফসল কাটার জন্য ভালোভাবে প্রস্তুত হয়ে যায় । এমন সময়ে সয়াবিন তোলার পর গম, ছোলাসহ অন্যান্য ফসল চাষে কোনো সমস্যা হয় না কৃষকদের। ফলে কৃষকরা তাদের ক্ষেত থেকে দ্বিগুণ লাভবান হচ্ছেন।