বাঙালির ভ্যালেন্টাইন্স ডে’তে কী ভাবে প্রপোজ় করবেন ক্রাশকে?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রেমের ডিকশনারিতে যতই ‘সিচুয়েশনশিপ’, ‘ফ্রেন্ডস উইথ বেনেফিট’, ‘ক্যাজ়ুয়াল ডেটিং’ ঢুকে যাক, বাঙালির কাছে আজও সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইন্স ডে। শাড়ি,পাঞ্জাবি পরে প্রেম করার দিন। স্কুলের ছেলেমেয়েদের কাছে যেমন এই দিনটা রঙিন, তেমনই কারও কারও কাছে নস্টালজিক। তাও ক্রাশকে মনের কথা জানানোর জন্য সেরা দিন কিন্তু সরস্বতী পুজোই। প্রথম প্রেম হলে তো আরও টানটান উত্তেজনা থাকে। তার উপর মনের ভিতর চলতে থাকে নানা ভয়। কী ভাবে প্রপোজ় করব এবং ক্রাশ যদি না বলে দেয়,তখন? এই সব দুশ্চিন্তা মাথা থেকে সরিয়ে, জেনে নিন ক্রাশকে মনের কথা বলার সহজ উপায়।

হাতে লেখা চিঠি

চিঠি লেখার দিন আর নেই। আজকাল মনের কথা জানাতে ভরসা টেক্সট, ইমোজি আর সোশ্যাল মিডিয়া পোস্ট। কিন্তু হাতে লেখা চিঠির মূল্য আজও বদলায়নি। মনের কথা যদি নিজের হাতে লিখে জানান, তাকে প্রত্যাখ্যান করে এমন সাধ্যি কার। ক্রাশের মন জয় করতে এই টোটকা দারুণ কার্যকর।

আরও পড়ুন:– রাজ্যে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

সৃজনশীল প্রস্তাব

আজকাল গতানুগতিক প্রেম কাহিনিতে কেউ আর বিশ্বাসী নন। সুতরাং, ক্রাশের মন জয় করতে হলে আপনাকেও কিছুটা ‘হাটকে’ আইডিয়া কাজে লাগাতে হবে। ক্রাশের জন্য একটা প্লে-লিস্ট তৈরি করে সেটা তাকে উপহার দিতে পারেন। ফিটনেস ফ্রিক হলে দু’জনে মিলে শহরের ম্যারাথনে যোগদান করুন। এই ডেটে টুক করে জানিয়ে দিন মনের কথা।

ডেটে নিয়ে যান

মনের কথা বলতে হলে ডেটে নিয়ে যেতেই হবে। তবে, সরাসরি বলতে একটু কিন্তু বোধ করতে পারেন। তাই ছলে-বলে-কৌশলে তাকে দেখা করার জন্য বলুন। সেখানে একদম ছিমছাম ভাবে প্রপোজ় করুন। আজকাল জাঁকজমকপূর্ণ ডেটিং কেউ পছন্দ করে না। দু’কাপ চা ও গঙ্গার ধারও কিন্তু ডেট হতে পারে।

সরাসরি প্রপোজ় করুন

মনের কথা বলতে গিয়ে সাত-পাঁচ ভাববেন না। সরাসরি মনের কথা বলে দিন। ক্রাশ হ্যাঁ বা না কী বলবে, সে নিয়ে ভাববেন না। শুধু যখন মনের কথা বলবেন, তখন সৎ থাকবে এবং নম্র ভাবে কথা বলবেন। এ ভাবে প্রপোজ় সামনাসামনি বসেও করতে পারেন, আবার কল কিংবা টেক্সটেও মনের কথা বলতে পারেন।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন