Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : দেহের তাপমাত্রা জানতে থার্মোমিটারের ব্যবহার হয়। কোভিড পরিস্থিতিতে থার্মোমিটারের ব্যবহার বেড়ে গেছে। এই সময় অনেকে জ্বরে ভুগছেন। এই পরিস্থিতিতে শরীরের তাপমাত্রা কত রয়েছে তা মাপতে সকলে থার্মোমিটার ব্যবহার করছেন। বর্তমানে অনেক ধরনের থার্মোমিটার বাজারে এসেছে। ডিজিট্যাল থার্মোমিটার, লেজ়ার থার্মোমিটার ইত্যাদি। কাজ একই হলেও কোন থার্মোমিটার কীভাবে ব্যবহার করতে হবে তা অজানা। দেখুন বিভিন্ন থার্মোমিটারের ব্যবহার —-
শরীরের সাধারণ তাপমাত্রা 98.6F বা 37C।
যদি শরীরের তাপমাত্রা তার উপরে উঠে যায় সেক্ষেত্রে বুঝতে হবে ওই ব্যক্তি জ্বরে আক্রান্ত। এবং তাপমাত্রা 102-র উপরে উঠে যাওয়ার অর্থ সেই ব্যক্তির জ্বর খুবই বেশি এবং তাঁর চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
থার্মোমিটার কত প্রকারের হয়?
ডিজিট্যাল থার্মোমিটার : বাড়ির জন্য এই থার্মোমিটার সবথেকে বেশি ব্যবহার করা হয়। এই থার্মোমিটারে থাকে একটি ছোটো ডিসপ্লে। যেখানে শরীরের তাপমাত্রা কত তা ফুটে ওঠে। প্রায় সব ওষুধের দোকানেপাওয়া যায় এই থার্মোমিটার। থার্মোমিটারটি জ্বিভের তলায় কয়েক মিনিট ঢুকিয়ে রাখতে হয়। বগলের মধ্যে ঢুকিয়ে রেখেও তাপমাত্রা মাপা হয়।
Tympanic থার্মোমিটার : কানের ভিতর থেকে তাপমাত্রা নিয়ে শরীরের তাপমাত্রা পরিমাপ করে এই থার্মোমিটার। সঠিক ফলাফল পাওয়ার জন্য থার্মোমিটার কেনার সময় একটি করে ছোটো গাইড পেপার দেওয়া হয়। সেখানে বিস্তারিত জানানো থাকে কীভাবে Tympanic থার্মোমিটার ব্যবহার করতে হবে। যেসব শিশুর বয়স 3 মাস বা তারও কম তাদের ক্ষেত্রে এই থার্মোমিটার ব্যবহার করা উচিত না। সেক্ষেত্রে তাদের কানে ব্যথা হতে পারে।
পারদ দেওয়া থার্মোমিটার ব্যবহার করা কি ঠিক?
বিশেষজ্ঞদের বক্তব্য, যে থার্মোমিটার গুলিতে পারদ ব্যবহার করা হয় সেই থার্মোমিটার গুলি সবসময় সঠিক তাপমাত্রা দেখায় না। তাই বর্তমানে ডিজিট্যাল থার্মোমিটার ব্যবহার করা সঠিক সিদ্ধান্ত।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল