Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বাড়িতে আরশোলার উপদ্রবে বিরক্ত ? রান্নাঘরের কাজ করার পর বেশিক্ষণ নোংরা করে ফেলেও রাখেন না। আপনার রান্নাঘর ও বাড়ি পরিষ্কার পরিছন্ন রেখেছেন। তা সত্ত্বেও মাঝে মাঝে ঘরের কোণ থেকে দেখা মিলছে আরশোলার। কিন্তু এত পরিষ্কার রাখার পরেও কেন এমন অবস্থা ? কিন্তু জানেন কী বাড়ি পরিষ্কারের কৌশলে একটু বদল আনলেই আরশোলার বা যেকোনো পোকামাকড়ের হাত থেকে মুক্তি পেতে পারেন।
দেখুন মুক্তির উপায় গুলি —
১. আরশোলা মুক্ত বাড়ি পেতে চাইলে একটি পাত্রে কিছুটা গরম জল নিন। তাতে সামান্য ভিনিগার মেশান। তা দিয়ে ভাল করে ঘর বাড়ি মুছে নিন।
২. এক লিটার গরম জলে লেবুর রস এবং ২ চামচ বেকিং সোডাও মিশিয়ে নিন। এবার তা দিয়ে ভালো করে পরিষ্কার করতে পারেন ঘর।
৩. জানেন বোরিক অ্যাসিডের সাথে সামান্য চিনি মিশিয়ে ঘরবাড়ি পরিষ্কার করা যায়। এতেও আরশোলা তাড়ানো যেতে পারে।
৪. গোল গোল কেটে ঘরের কোণায় ফেলে রাখুন কিছু শশার টুকরো । তারপর ওর গন্ধে ঘর ছেড়ে পালিয়ে যাবে আরশোলা।
৫. ঘরে কয়েকটা নিমপাতা ফেলে রাখুন। তাতেই দেখবেন আরশোলার পালাবে।
৬. সদ্য কিনে আনা দারচিনিও আপনার বাড়িকে আরশোলার মুক্ত করতে পারে। প্রয়োজন হলে চতুর্দিকে কিছুটা দারচিনি ছড়িয়ে দিন।
৭. পিপারমেন্ট তেল বা ল্যাভেন্ডার সামান্য পরিমাণে বাড়ি ঘরের কোণায় কোণায় হালকা স্প্রে করে দিন।
আরশোলামুক্ত থাকতে চাইলে এই টিপস গুলি মেনে চলুন ।
Highlights
1. বাড়িতে আরশোলার উপদ্রবে বিরক্ত ?
2. সুস্থ থাকতে চাইলে এই টিপস মেনে চলুন থাকুন আরশোলামুক্ত
#আরশোলা #Health