বাড়ির দেওয়ালে নোনা ধরে গেছে , দেখুন মুক্তির সহজ টিপস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বাড়িতে দীর্ঘদিন ধরে থাকার পর, সেই বাড়ির দেওয়াল ড্যাম্প হতে শুরু করে। দেওয়ালের স্যাঁতস্যাঁতে ভাবকে নোনা বলা হয়। দেওয়ালে নোনা ধরা স্বাভাবিক ও সাধারণ ঘটনা হলেও সময়ের মধ্যে মেরামত না করলে তা বাড়ির সৌন্দর্য তো নষ্ট করে পাশাপাশি বাড়ির দেওয়ালকে দুর্বল করে দেয়। তাই ড্যাম্প নিয়মিত মেরামত করা অত্যন্ত জরুরি। কয়েকটি ঘরোয়া উপায় বলে দেওয়া হল, যা করলে সহজে নোনা ধরার হাত থেকে মুক্তি পেতে পারেন —-

দেওয়ালে নোনা কেন ধরে ?

১. আমাদের দেশে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, ঝড়-বৃষ্টি, ড্যাম্প হওয়ার অন্যতম কারণ। দেওয়ালের গাঁথনিতে জল জমে বেশিরভাগ ক্ষেত্রে নোনা ধরে থাকে।

২. বাড়ি তৈরির সময় অধিক পরিমাণে সোডিয়াম সালফেট, ক্যালশিয়াম কার্বোনেট, ম্যাগনেশিয়াম সালফেট, ক্লোরাইড, নাইট্রেট ইত্যাদি ব্যবহার করা হয়, দেওয়ালে সাদা আস্তরণ পড়তে পারে।

৩. উপযুক্ত জল নিকাশি ব্যবস্থার অভাব, কাঁচা ইঁটের ব্যবহার, বাড়ি তৈরির সিমেন্ট ও অন্যান্য সামগ্রীর গুণগত মান যথাযথ না হলে নোনা ধরে প্লাস্টার খসে পড়তে পারে।

নোনা দূর করার ঘরোয়া উপায় —–

১. বাড়ির ভেন্টিলেশন ব্যবস্থা যথাযথ না হলে দেওয়ালে ড্যাম্প ধরতে পারে। দরজা ও জানলা যাতে মুখোমুখি হয় তা লক্ষ রাখুন। ফলে বাড়ির দেওয়ালে সমান ভাবে রোদ ও হাওয়া লাগবে। বর্ষাকালে বাড়ির পর্দা ভিজে গেলে, তা নিয়মিত পরিবর্তন করতে হবে।

২. বাড়িতে চুনকাম করালে নোনা ধরার প্রবণতা বৃদ্ধি পায়। তাই অ্যাক্রিলিক ইমালশন দিয়ে প্লাস্টিক পেন্ট করানো উচিত। ১ থেকে ২ বছর অন্তর অন্তর একবার ঘর রঙ করানো উচিত।

৩. বাড়িতে নোনা ধরে গেলে বাড়ির কাঠামোর রিমডেলিং করানো উচিত। পুরনো প্লাস্টার ছাড়িয়ে নতুন প্লাস্টার করান। প্লাস্টারে নোনা রেজিস্টেন্ট রাসায়নিক ব্যবহার করতে পারেন। আবার ঘর রঙ করানোর আগে অ্যান্টি ফাঙ্গাল সলিউশান লাগিয়ে নিতে পারেন।

৪. কাঠের ফ্রেম অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে নিতে পারে। কংক্রিটের দেওয়ালে কাঠের ফলস দেওয়াল লাগাতে পারেন। ফলে নোনা ধরা কমবে, পাশাপাশি বাড়ির সৌন্দর্যও বৃদ্ধি পাবে।

এ ছাড়াও যা করতে পারেন

১. বাড়ির জল নিকাশি ব্যবস্থা ঠিক রাখুন। ড্রেনেজ, রেনপাইপ ঠিকঠাক কাজ করছে কি না তা দেখে নিন।

২. ইঁটের ফাঁকে ফ্লাশ পয়েন্টিং করাতে ভুলবেন না। বৃষ্টির জল যাতে ছাদে না-দাঁড়াতে পারে তার জন্য ঢাল ঠিক রাখুন। জানলায় সানশেড দিন।

৩. আধ কেজি তেঁতুল ও আড়াইশো গ্রাম রসুনের রস বার করে রেখে নিন। ভালো ভাবে ব্রাশ দিয়ে দেওয়াল পরিষ্কার করে তেঁতুল ও রসুনের রস লাগিয়ে দিন।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন