Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বাড়ি করার আগে মেনে চলুন কিছু বিষয় ! শুধু জমি থাকলেই হবে না, মনে রাখবেন ফ্ল্যাট কেনার চেয়ে বাড়ি তৈরির ঝক্কি একটু বেশি ৷ তাই ফ্ল্যাটের বদলে এমন বাড়ি গড়ার আগে কত গুলো বিষয় অবশ্যই মাথায় রেখে এগোন। না হলে দেখবেন বাড়ি করার পর পদে পদে আক্ষেপ করতে যেন না হয়। তাই কিছু বিষয় মেনে চলুন।
দেখুন এক নজরে ——
১. নিজের কাছে সিদ্ধান্ত নিতে হবে ফ্ল্যাটের বদলে আপনার বাড়ি কেনার প্রয়োজন হচ্ছে কেন ?
২. বাড়িটা নিজের থাকার জন্য নাকি ভাড়া দেওয়ার জন্য করছেন সেই বিষয়ে নিশ্চিত হয়ে তবেই পরিকল্পনা করা উচিত।
৩. বাড়ি করার সময় সেই ব্যক্তিকে মাথায় রাখতে হবে তার পরিবারে সদস্য সংখ্যা বাড়তে বা কমতে পারে। সেই অনুসারে পরিকল্পনা করে কাজ করুন।
৪. আপনার বাড়ির যে নকশাটি পরিকল্পনাতে রয়েছে সেটা লিখে দিন, যাতে নিজের স্বপ্নের বাড়ি গড়তে সুবিধা হয়।
৫. এমন ভাবে বাড়ি গড়া যেতে পারে যেটাকে নিজের থাকা ও ভাড়া একই সঙ্গে উভয় কাজে লাগানো যেতে পারে।
৬. দেখে নিন নিজের জমানো টাকা দিয়েই কি বাড়ি করবেন নাকি ব্যাংক ঋণ নেবেন। এখন অনেকে ব্যাংক ঋণ নিতে চান বিশেষত কর ছাড়ের সুবিধার জন্য।
আরো পড়ুন :- Chanakya Niti : চাণক্যের মতে , পরিশ্রম ও সততার পথে ধনলাভ , ধোঁকা নয়
৭. বাড়ি করার আগে কত বাজেট রাখবেন সেটা দেখে বুঝে নিন। কারণ আপনার ক্ষমতা অনুসারে এই বাজেট করবেন।
এই সকল উপায় মেনে পরিকল্পনা করুন তাহলে সুন্দর ভাবে কাজ হবে।
Highlights
1. বাড়ি করার আগে মেনে চলুন কিছু বিষয় !
2. এই সকল উপায় মেনে পরিকল্পনা করুন তাহলে সুন্দর ভাবে কাজ হবে
#Life Style #Tips