বাড়ি থেকে আরশোলা তাড়ানোর সহজ উপায় , বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বাড়ি থেকে আরশোলা তাড়ানোর সহজ উপায়। প্রত্যেকটি ঘরেই প্রায়শই আরশোলার উপদ্রব হয়। রান্নাঘর থেকে বেডরুমে আনাচে কানাচে প্রতিদিনই এই বস্তুটিকে দেখতে পাওয়া যায়। বিশেষ করে বাড়ির মহিলারা আরশোলার নাম শুনলেই ভয়ে শিঁটিয়ে যায়। এর উৎপাত কমাতে বেগন স্প্রে বা ধূপকাটি জ্বালিয়েও কিন্তু বিশেষ সুবিধা হয় না। তাই ঘরোয়া টোটকায় আরশোলা নাম পতঙ্গকে বাড়ি থেকে চিরবিদায় দিন। মুক্তি পান আরশোলার জ্বালা থেকে।

জেনে নিন আরশোলা তাড়ানোর বিস্তারিত উপায় —–

১. জানালার কোনায় বা ঘরের ভেণ্টিলেটরে কয়েক কোয়া রসুন রেখে দিন। রসুনের গন্ধ আরশোলা সহ্য করতে পারে না। আর ফলে বাড়িতে প্রবেশ করতে পারবে না।

২. ঘরের যেখানে আরশোলার উপদ্রব বেশি, সেখানে ন্যাপথালিনের বল বা দিয়ে দিতে পারেন। ন্যাপথালিনের গন্ধে আরশোলা পালাবে।

৩. পেঁয়াজের গন্ধ আরশোলা মোটেই সহ্য করতে পারে না। তাই যে সমস্ত জায়গায় টিকটিকির উপদ্রব বেশি, সেখানে কয়েক টুকরো পেঁয়াজ রেখে দিন।

৪. গোলমরিচ গুঁড়ো ৩-৪ কাপ জলে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। এরপর ওই জল ঘরের আনাচে কানাচে স্প্রে করে দিন। চিরতরে পালাবে আরশোলা।

৫. গুঁড়ো সাবান নিয়ে তা জলে মিশিয়ে সারা ঘরে স্প্রে করুন। আরশোলা ঘরে ঢুকবে না।

৬. আরশোলা তেজপাতার গন্ধ একদম সহ্য করতে পারেনা। তাই তেজপাতা নিয়ে সেসব জায়গায় আরশোলার আনাগোনা সেখানে রেখে দিন।

এই উপায় গুলিতে  আরশোলার জ্বালা থেকে মুক্তি পাবেন।
Highlights
1. বাড়ি থেকে আরশোলা তাড়ানোর সহজ উপায়
2. এই উপায় গুলিতে  আরশোলার জ্বালা থেকে মুক্তি পাবেন

#আরশোলা #Life Style

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন