বাবার সম্পত্তির উপর মেয়েদের অধিকার ! জেনে নিন নতুন নিয়ম

By Bangla news dunia Desk

Published on:

20241030_104304

Bangla News Dunia  , দীনেশ : বর্তমান সময়ে নারী ও পুরুষ সবারই সমান অধিকার রয়েছে সমাজে। এক্ষেত্রে পিতার সম্পত্তির উপরেও তার ছেলে ও মেয়ের সমান অধিকার রয়েছে। মেয়ের বিয়ের আগে বা মেয়ের বিয়ের পরেও বাবার সম্পত্তির উপর অধিকার রয়েছে। এই নিয়মেই জানানো হয়েছে Hindu Marriage Act এ। কোন পিতা চাইলে কি তার সমস্ত সম্পত্তি তার পুত্র বা তার কন্যার নামে করে দিতে পারে? সমস্ত কিছু জানতে Hindu Marriage Act বিস্তারিতভাবে জানতে হবে। আজকের এই প্রতিবেদনে Hindu Marriage Act সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

আরো পড়ুন :- ফোন করার মতো পয়সা ছিল না, অমিতাভ বচ্চনের কাছে ধার চেয়েছিলেন রতন টাটা

পিতার সম্পত্তির উপর কন্যার অধিকার (পুরনো নিয়ম)

ভারতের সম্পত্তি বিভাজনের ক্ষেত্রে কিছু নিয়ম-কানুন রয়েছে এবং এই সমস্ত নিয়ম কানুনগুলি ১৯৬৫ সালে হিন্দু উত্তরাধিকার আইনে পাস হয়। হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। এক্ষেত্রে জানিয়ে রাখি অতীতে কিন্তু পিতার সম্পত্তির ওপর কন্যার অধিকার থাকত না শুধুমাত্র পুত্রের অধিকার থাকতো। এরপর ২০০৫ সালে হিন্দু উত্তরাধিকার সংশোধন আইন অনুযায়ী পিতার সম্পত্তির উপর পুত্র ও কন্যার সমান অধিকার রয়েছে।

আরো পড়ুন :- অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে মহিলাকে ধর্ষণ-ব্ল্যাকমেল? ধৃত ডাক্তার

২০০৫ সালের আগের নিয়ম অনুযায়ী শুধুমাত্র অবিবাহিত কন্যারায় পরিবারের সদস্য হিসেবে মান্যতা পেত এবং পিতার সম্পত্তির উপর পুত্রের সমান কন্যার অধিকার থাকতো কিন্তু মেয়ের বিয়ের পর কন্যাকে পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করা হতো না এবং পিতার সম্পত্তির উপর তার কোন অধিকার থাকতো না।

পিতার সম্পত্তির উপর ছেলেমেয়ের অধিকার (নতুন নিয়ম)

২০০৫ সালের নতুন নিয়মের পর বিবাহিত কন্যার ও পিতার সম্পত্তির উপর পুত্রের মতোই সমান অধিকার রয়েছে। অর্থাৎ বিয়ের আগেও বিয়ের পরে একই অধিকার থাকবে, এক্ষেত্রে সর্বদাই পিতার সম্পত্তির উপর কন্যার সমান অধিকার রয়েছে।

আরো পড়ুন :- ইজরায়েলের হাতে ‘মাদার অফ অল বম্ব’ ! ধ্বংস হয়ে যাবে মুসলিম দুনিয়া ?

পিতার পৈত্রিক সম্পত্তি ও অর্জিত সম্পত্তির উপর ছেলেমেয়ের অধিকার

এক্ষেত্রে জানিয়ে রাখি পিতার সম্পত্তি দুই ভাগে বিভক্ত প্রথমত পৈত্রিক সম্পত্তি যা জন্মগতভাবে প্রতিটি প্রজন্মে চলে আসছে এবং দ্বিতীয়ত হলো পিতার অর্জিত সম্পত্তি। এই দুই ধরনের সম্পত্তির বিভাজনের নিয়ম আলাদা। পিতার পৈত্রিক সম্পত্তির উপর ছেলে মেয়ের জন্মগতভাবে সমান অধিকার রয়েছে। কিন্তু পিতার অর্জিত সম্পত্তির উপর ছেলে মেয়ের সমান অধিকার নেই।

  • এক্ষেত্রে পিতা চাইলে তার সম্পূর্ণ অর্জিত সম্পত্তি তার কোন পুত্রের নামে করতে পারে।
  • অথবা পিতা চাইলে যার সম্পূর্ণ অর্জিত সম্পত্তি তার মেয়ের নামেও করতে পারে।
  • এছাড়া পিতা যদি চায় তাহলে তার সমস্ত সন্তানদের তার অর্জিত সম্পদের সমান ভাগে ভাগ করে দিতে পারে।

#End

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন