Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বাড়িতে খুব মশার উপদ্রব ! একে বর্ষাকাল তার সাথে ঝিরঝিরে বৃষ্টি চলছে। তার সাথে ক্রমেই বাড়ছে মশার উপদ্রব। কিন্তু এই সময়ে মশার কামড় থেকে বাঁচতে খুবই সজাগ থাকুন। বর্ষার সময়ই বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু আর ম্যালেরিয়ার প্রবণতা। তাই মশা থেকে সাবধান। তাই কি উপায়ে বাড়ি থেকে মশা কমাবেন জেনে নিন।
জানুন মশা তাড়ানোর ঘরোয়া উপায় গুলি —-
১. বাড়ির যেকোনও স্থানে বা টেবিলে এক গোছা নিমপাতার সঙ্গে কিছুটা পুদিনা পাতা রেখে দিন। তার গন্ধেই বাড়িতে মশার উপদ্রব দ্রুত কমে যাবে।
২. প্রথমে গোছা খানেক নিমপাতা ভালো করে শুকিয়ে নিন। তারপর সেটা ভালো করে গুঁড়ো করে ধুনোর সঙ্গে মিশিয়ে সন্ধে বেলায় ঘরে জ্বালিয়ে দিন। এরপর বন্ধ রাখুন ঘরের জানালা। দেখুন মশা ছু মন্ত্র !
৩. এক গবেষণায় দেখা গেছে হলুদ রঙের আলোয় মশা কম আসে। তাই এই রঙের ঘরের দেওয়াল বা আলোর ব্যবস্থা করতে পারেন।
৪. কপূরের গন্ধে মশা পালিয়ে যায়। বাড়িতে একটি পাত্রে কর্পূরের ধোঁয়া করলে বাড়ি থেকে মশা পালিয়ে যাবে।
৫. চা ও নিমপাতা একই সঙ্গে পোড়ালে তারপর ঘরের জানালা বন্ধ রাখতে হবে সেই গন্ধে মশা পালিয়ে যাবে।
৬. লেবুর মধ্যে কিছু লবঙ্গ গেঁথে ফেলুন। তারপর পাত্রে রেখে তা ঘরের কোনায় রেখেদিন। দেখেন কি হয়।
৭. তা ছাড়া বাড়িতে জল জমতে দেবেন না। তাছাড়া ড্রেন বা নর্দমায় মশা মারার তেল বা কেরোসিন স্প্রে করুন।
ঘরোয়া উপায়ে মশা তাড়ান , ভালো থাকুন ।
Highlights
1. বাড়িতে খুব মশার উপদ্রব !
2. ঘরোয়া উপায়ে মশা তাড়ান
#মশা #Virus