Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বাড়িতে মশার খুব উপদ্রব ? মশার মাধ্যমে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পীত জ্বর, জিকা প্রভৃতি মারাত্মক রোগ সংক্রমিত হয়ে পারে। তাই রাসায়নিক স্প্রে, কয়েল, অ্যারোসল কোন কিছুতে মশা তাড়ানো সহজ নয়। আবার এসব ব্যবহার করলে আমাদের স্বাস্থ্য এতে ক্ষতিগ্রস্থ হয়। প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর ব্যবস্থা করা জরুরী।
এক নজরে উপায় গুলি —–
১. কাঠ বা কয়লার আগুনে নিম পাতা পোড়ালে যে ধোঁয়া হবে তা মশা তাড়ানোর জন্য খুবই কার্যকর।
২. ১ টি ৫০ গ্রামের কর্পূরের ট্যাবলেট ছোট বাটিতে রেখে বাটিটি জল দিয়ে পূর্ণ করুন। ঘরের কোণে রেখে দিন। তাৎক্ষণিকভাবেই মশা চলে যাবে।
৩. নিজে খেয়াল রাখুন যেন কোথাও জল জমে না থাকে। ঘরের পাশে বা উঠোনে জল জমে থাকলে মশারা বংশবিস্তার করতে পারে।
৪. নারিকেলের আঁশ শুকিয়ে টুকরা করে কাঠের পাত্রে রেখে জ্বলন্ত কাঠি ধরুন। মশা দূর হবে।
৬. কেরোসিন তেল স্প্রে করার বোতলে নিন। কয়েক টুকরা কর্পূর মেশান। ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করুন আপনার ঘরে।
৭. চা পাতা না ফেলে ধুনোর বদলে ব্যবহার করুন। শুকনো চা পাতা পোড়ানো ধোঁয়ায় ঘরের সমস্ত মশা, মাছি পালিয়ে যাবে।
আরো পড়ুন :- বাড়ি করার আগে মেনে চলুন কিছু বিষয় ! বিস্তারিত পড়ুন
৮. নিশিন্দা ও নিমপাতার গুঁড়ো ধুনোর সঙ্গে ব্যবহার করলে রেহাই পাওয়া যায়।
এই সকল উপায় গুলি প্রয়োগ করুন আর মশার হাত থেকে বাঁচুন।
Highlights
1. বাড়িতে মশার খুব উপদ্রব ?
2. এই সকল উপায় গুলি প্রয়োগ করুন আর মশার হাত থেকে বাঁচুন
#Life Style #Mosquito