Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বাড়িতে মাকড়সার উপদ্রব বাড়ছে ? চারিদিকে জাল করে নোংরা করছে। এই সমস্যা সব বাড়িতেই বাড়ছে। যতই পরিষ্কার করুন এর থেকে মুক্তি কোনো মতেই পাচ্ছেন না। কি করবেন বুঝতে পারছেন না। কিছু ঘরোয়া উপায় আছে তাতে মাকড়সার থেকে পেতে পারেন মুক্তি।
এক নজরে দেখুন ঘরোয়া উপায় গুলি —
১. প্রথমে ১ কাপ সাদা ভিনেগার আর ১ কাপ জল ভালো করে মিশিয়ে নিন। সেই মিশ্রণ ঘরের আনাচে-কানাচে স্প্রে করুন। বিশেষ করে কোনায় স্প্রে করুন যেখানে মাকড়সা বেশি। এর গন্ধ পেলেই মাকড়সা আর আপনার ঘরের আশেপাশেও আসবে না।
আরো পড়ুন :- আপনার কি মাইগ্রেনের সমস্যা আছে ? দেখুন মুক্তির ঘরোয়া উপায়
২. আপনি জানেন কি কমলা বা লেবুর খোসা মাকড়সা তাড়াতে দারুন কাজ করে। ঘরের যেসব জায়গাতে মাকড়সা দেখা যায় সেই জায়গায় এগুলি রাখুন যাতে গন্ধ বের হয়।
৩. মাকড়সা তামাকের গন্ধ পেলে ঘরে ঢুকে না। যে জায়গাতে মাকড়সা বাসা বাঁধে সেখানে একটি সিগারেট ভেঙে তার গুঁড়া ছিটিয়ে দিন। তাছাড়া জলে ভিজিয়েও স্প্রে করলে উপকার পাবেন।
৪. পুদিনার স্বাদ ও গন্ধ মাকড়সার প্রবেশ প্রতিরোধ করে। তাই এটিও কার্যকরী।
৫. বেকিং সোডাও ঘরকে মাকড়সার কবল থেকে বাঁচাবে। জলে মিশিয়ে আনাচে কানাচে স্প্রে করুন।
আরো পড়ুন :- প্রতি মাসে পেনশন পাবেন ৩০০০ টাকা ! বড় ঘোষণা কেন্দ্রের
৬. বাড়ি মাকড়সা মুক্ত রাখতে হলে ঘর পরিষ্কার রাখা সবচেয়ে জরুরি। প্রতি ১৫ দিন পর পর ঘরের ঝুল ঝেড়ে ফেলুন এছাড়াও দরজা , জানাল ও আনাচে কানাচে ভালো করে পরিষ্কার করুন।
এমন চলুন কিছু টিপস বাড়িকে মাকড়সা যুক্ত করুন।
Highlights
1. বাড়িতে মাকড়সার উপদ্রব বাড়ছে ?
2. বাড়ি মাকড়সা মুক্ত রাখতে হলে ঘর পরিষ্কার রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ
# মাকড়সা #Tips #Life Style #Health