বাড়ি থেকে ইঁদুর তাড়ানোর ঘরোয়া কিছু উপায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বাড়ি থেকে ইঁদুর তাড়ানোর ঘরোয়া কিছু উপায়। সর্বদা ঘরবাড়ি পরিষ্কার রাখছেন, তারপরও ইঁদুরের উপদ্রব থেকে নিস্তার পাচ্ছেন না। কীটনাশকের সাহায্যে ইঁদুরের হাত থেকে নিস্তার মেলে ঠিকই, তবে এসব কীটনাশকে নানারকম কেমিকেল থাকে যা ক্ষতিকারক। ফলে, নিয়মিত ব্যবহারে পোকামাকড় নিধন হয় ঠিকই, কিন্তু আপনার এসব ব্যবহার আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি বয়ে আনে।

বরং ঘরোয়া কিছু উপায়ে ইঁদুরের মোকাবিলা করুন —

১. তুলার ছোট ছোট বল পিপারমিন্ট তেলে ডুবিয়ে ঘরের বিভিন্ন স্থানে রাখুন। পিপারমিন্টের গন্ধ ইঁদুর সহ্য করতে পারে না। বাড়ি থেকে পালিয়ে যাবে।

২. লবঙ্গর ঝাঁঝাঁলো গন্ধ ও স্বাদও ইঁদুরের কাছে খুব অস্বস্তিকর। কয়েকটি লবঙ্গ কাপড়ে পেঁচিয়ে ঘরে কোনায় রেখে দিন। দেখবেন কিছু সময়ে ইঁদুর বাড়ি থেকে পালাবে।

৩. শুধু ইঁদুর নয় অন্যান্য পোকা যেমন- পিঁপড়ে, তেলাপোকা ও ছাড়পোকা দূর করতেও লাল মরিচ গুঁড়ার কোনও বিকল্প নেই।

৪. ঘরের যেখানে বেশি ইঁদুরের উপদ্রব, সেখানে পুরানো কাপড়ে লাল মরিচ গুঁড়ার পোটলা বানিয়ে রেখে দিন। দেখবেন আর ইঁদুর আপনার বাড়ি আসবে না।

৫. রাতে ঘরের বিভিন্ন জায়গায় যথেষ্ট পরিমাণে বেকিং সোডা ছড়িয়ে রাখুন। সকালে ঝাড় দিয়ে ফেলে দেবেন। ইঁদুর পালাবে ঘর ছেড়ে।

৬. পঁচা- পেঁয়াজের গন্ধ ইঁদুরের যম! তবে এই গন্ধে আপনার টেকাও দায় হতে পারে! কাজেই, চাইলে টাটকা পেঁয়াজও ইঁদুর উপদ্রুত জায়গায় রাখতে পারেন এবং নিয়মিত পরিবর্তন করুন।

উপরিউক্ত ভাবে ইঁদুরের থেকে মুক্তি পাবেন।

Highlights

1. বাড়ি থেকে ইঁদুর তাড়ানোর ঘরোয়া কিছু উপায়

2. উপরিউক্ত ভাবে ইঁদুরের থেকে মুক্তি পাবেন

#Rat #Lifestyle

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন