বৃদ্ধিযোগের সঙ্গে সর্বার্থ সিদ্ধিযোগের মেলবন্ধনে ভাগ্য খুলবে ৮ রাশির !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

astrology , rashi

Bangla News Dunia, Pallab : আজ বছরের শেষ রবিবার। আজ ২৯ ডিসেম্বর বৃদ্ধিযোগের সঙ্গে সর্বার্থ সিদ্ধিযোগের এক শুভ সমাপতন ঘটবে। এই শুভ যোগে কর্কট ও মকর সহ ৫ রাশির জীবনে অগ্রগতির সুযোগ থাকবে এবং অনেকে প্রচুর অর্থের সুবিধাও পাবেন। অনেকের আবার অর্থ এবং সম্মান বৃদ্ধি পাবে এবং ব্যবসা সম্পর্কিত পরিকল্পনাগুলি সফল হবে। যাইহোক, আর দেরি না করে নেওয়া যাক আজ মেষ রাশি থেকে মীন রাশির দিনটি কেমন কাটবে।

মেষ- নতুন অনেক সম্ভাবনা দিয়ে শুরু হবে আজকের দিনটা। সকালের দিকে কাজের চাপ মোটের ওপর হালকা থাকবে। অর্থ নিয়ে চিন্তা থাকলেও কাজের গতি স্বাভাবিক থাকবে। চাকরির পাশাপাশি বিনিয়োগ কিংবা ব্যবসার কথা ভাবতে পারেন।

বৃষ – বাড়িতে মোটের ওপর শান্তির পরিবেশ বজায় থাকবে। বছরের শেষে কোথাও ঘুরতে যেতে পারেন। কাজের চাপ থাকলেও নিজের জন্য অবসর সময় বের করা দরকার। যারা চাকরি করছেন তাঁদের জন্য দিনটা মোটের ওপর স্বাভাবিক থাকতে চলেছে। আপাতত নতুন কোনো কাজ পাওয়ার সম্ভবনা কম।

আরো পড়ুন: BMW না চড়ে মারুতি ৮০০, মধ্যরাতের ফোন কলে ‘অ্যাকসিডেন্টাল এফএম’, জানুন অজানা-অচেনা মনমোহনকে

মিথুন – আধ্যাত্বিক দিকের প্রতি ঝোঁক বাড়তে পারে। মনে দেখা দিতে পারে উদার ভাব। যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তাঁদের জন্য আজকের দিনটা গুরুত্বপূর্ণ হতে পারে। স্বল্প সময়ে অতিরিক্ত অর্থ উপার্জন করার ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলাই ভালো।

কর্কট – ব্যবসা বাণিজ্য মোটামুটি চালু থাকবে। বছরের শেষে নতুন কোনো সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। আপাতত ধৈর্য্য ধরে অপেক্ষা করাই হবে বুদ্ধিমানের কাজ। অপ্রত্যাশিত কারো সঙ্গে দেখা হয়ে যেতে পারে। দরকারে গুরুজনের কাছ থেকে সাহায্য চাইতে পারেন।

সিংহ – নিজের জন্য সময় বের করে অবসর যাপন করতে পারেন। কাজের প্রতি মনোসংযোগ ধরে রাখতে পারবেন। সাংসারিক ক্ষেত্রে কাজের চাপ থাকলেও অফিসে বা কর্মক্ষেত্রে সমস্যা হবে না। আপনার দক্ষতা প্রশংসিত হতে পারে। আগমনী দিনে রয়েছে উন্নতির সম্ভাবনা।

কন্যা- আজকের দিনটি আপনার জন্য শুভ হবে। নতুন উৎস থেকে টাকা আসবে, পুরনো উৎস থেকেও টাকা আসবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। কোনও পুরানো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার যন্ত্রনা আপনার দিনটি আরও সুন্দর হয়ে উঠতে পারে।

তুলা- তুলা রাশির জাতকদের জন্য আজকের দিনটি খুব উত্তেজনাপূর্ণ হতে পারে। কর্মস্থানে ভালো কিছু ঘটবে আপনার সঙ্গে। তবে রক্তচাপের সমস্যায় ভুগতে পারেন। শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল। কম পরিশ্রমে সাফল্য পাওয়ার সম্ভাবনা। মন ভালো রাখতে কোথাও ঘুরে আসতে পারেন।

বৃশ্চিক- আজকের দিনটি আপনার জন্য দারুণ হতে চলেছে। পরিবারের কোনও সদস্য কোনও বিষয়ে আপনার উপর রাগ করবে। কোনও কাজে ভুল হওয়ার সম্ভাবনা। তবে অর্থভাগ্য ভালো থাকবে।

ধনু- আজ এই রাশির জাতক জাতিকাদের জন্য অনেক সুযোগ বয়ে আনবে। আপনি আজ আপনার ব্যবসায় কিছু নতুন সরঞ্জাম অন্তর্ভুক্ত করতে পারেন, দীর্ঘদিন ধরে আইনি লড়াইয়ের অন্ত হবে এবং আপনি লাভবান হবেন।

মকর- আজ এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য ভগবান গণেশের কৃপায় চকচক করবে। কথার ওপর সংযম রাখুন। আপনিও যদি দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করে থাকেন তবে আপনার জন্য আজকের দিনটি দারুণ হতে চলেছে।

কুম্ভ- আজকের দিনটি কুম্ভ রাশির জাতকদের জন্য আনন্দের মধ্যে দিয়ে কাটবে। আজ আপনি আপনার মন অনুযায়ী ফলাফল পেয়ে উপকৃত হবেন। আজ পুরানো কোনো বন্ধুর সাথে দেখা করতে পারেন। আজ দিনটি সুখের মধ্যে দিয়ে কাটবে।

মীন- আজকের দিনটি আপনার জন্য অনুকূল দিন হতে চলেছে। আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। কর্মক্ষেত্রে স্বামী বা স্ত্রী সুবর্ণ সুযোগ পেতে পারেন। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে অনেকদিন পর। আপনার চারপাশে বসবাসকারী মানুষদের থেকে আপনাকে সাবধান থাকতে হবে। অযথা তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন