বেশির ভাগ ছেলেরা একা থাকতে চায় ! কেন ?

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বেশির ভাগ ছেলেরা একা থাকতে চায় ! সম্পর্ক খুবই জটিল একটি বিষয়। যেকোনো ব্যক্তি নতুন সম্পর্কে এগোতে যাওয়ার আগে অনেকবার ভাবে।প্রথমত যার সঙ্গে সম্পর্কে জড়াচ্ছে তাকে বিশ্বাস করতে ভয় পায়। দ্বিতীয়ত নিজের প্রতি ভয় লাগে যে সেই সম্পর্কে প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে কিনা।

relationship

তবে গবেষণা বলছে এই বিষয়ে মেয়েদের থেকে ছেলেরা বেশি ভয় পায়। তাই তারা একা থাকতে বেশি পছন্দ করে জীবনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০ হাজারের বেশি পুরুষ যারা একা থাকেন তারা এই বিষয়ে তাদের মতামত পোষণ করেছেন , গবেষণা বলছে।

সেগুলো বিশ্লেষণ করে নিম্নলিখিত এই বিষয়গুলি পাওয়া গিয়েছে ——

১. অনেক পুরুষদের ক্ষেত্রে দেখা গেছে যে একবার কোনো প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেখান থেকে শিক্ষা নিয়ে তারা দ্বিতীয়বার আর কোনো নারীকে বিশ্বাস করতে ভয় পাচ্ছে।

এটা খুবই স্বাভাবিক ও তাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ তারা অনেকেই এমন নারী চায় যারা ভবিষ্যতেও তাদের সঙ্গেই থাকবে।

২. অনেক পুরুষই নারীদের সঙ্গে ঠিকভাবে কথা বলতে বা গল্প শুরু করতে পারেন না। তারা খুবই ইন্ট্রোভার্ট ও শান্ত, লাজুক প্রকৃতির হয়। মেয়েদের সঙ্গে কথা বলায় একটা লজ্জাভাব ও জড়তা অনুভব করেন সেই ছেলেরা।

৩. অনেক ছেলেরা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব বেশি ভাবনা চিন্তা চান না। তারা মনে করেন আগে কেরিয়ার। কাজ না করলে ও ভালো রোজগার না করতে পারলে হয়তো কোনো মেয়েই তাদের দিকে তাকাবে না।

আরো পড়ুন :- চানক্য নীতি : ব্যবসা ও চাকরির ক্ষেত্রে সফলতার জন্য ৩ টি প্রধান চাবিকাঠি

৪. সমীক্ষায় অংশ নেওয়া ৬৬০ জনেরও বেশি ছেলেদের দাবি, তারা দেখতে ভাল নয় বলে কোনো মেয়ে তাদের দিকে তাকায় না।

#Relationship #Men

সকলের কাছে অনুরোধ সবাই মাস্ক পড়ুন আর স্বাস্থ্য বিধি মেনে চলুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন