বড়দিনের প্রধান আকর্ষণ সান্তা ক্লজ ! কে এই সান্তা ক্লজ ? কোথা থেকে উৎপত্তি সান্তার ?

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বছর শেষ হতে হাতে মাত্র কয়েকটা দিন বাকি। তার আগেই রয়েছে এক বিশেষ উৎসব, বড়দিন। আর বড়দিন মানেই কেক, উপহার, ক্রিসমাস ট্রি সাজানো আরও অনেক কিছু। খ্রীষ্ট ধর্মের এক বিরাট উৎসব হলে ক্রিসমাস বা বড়দিন। সারা বিশ্বের মানুষের কাছে এক বিশে উৎসবে পরিণত হয়েছে। বিশ্বাস আছে , এই ক্রিসমাসের রাতেই সান্তা ক্লজ আসে ছোটদের মনের ইচ্ছা পূরণ করেন। ছোটদের ঝোলানো মোজায় রেখে আসে উপহার। ক্রিসমাসের এই অন্যতম আকর্ষণ হল সান্তা বুড়ো। কিন্তু জানেন কে এই সান্তা ক্লজ আর কোথা থেকেই বা উৎপত্তি হল সান্তা ক্লজের।

সান্তা ক্লজের উৎপত্তির নেপথ্যে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। লাল পোশাক, লাল টুপি পরা সাদা দাড়ি-ভ্রু-ওয়ালা এই ব্যক্তির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় খ্রিষ্টীয় তিন শতকে। সান্তা ক্লজের শুরু হয় সেন্ট নিকোলাস নামে এক সন্ন্যাসীকে ঘিরে। বিপুল সম্পদের অধিকারী এই ব্যক্তি সবসময় গরীব ও অসহায় মানুষদের সাহায্য করতেন। তিনি ৩টি মেয়েকে ক্রীতদাস হিসাবে বিক্রি হওয়ার হাত থেকে রক্ষা করেছিলেন এবং তাদের বিয়ের যাবতীয় খরচ বহন করেছিলেন। সেন্ট নিকোলাসের মহানুভবতার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে তিনি মানুষের রক্ষক হিসেবে পরিচিতি লাভ করতে থাকেন। রেনেসাঁ পর্যন্ত ইউরোপে জনপ্রিয়তা লাভ করেছিলেন সেন্ট নিকোলাস। মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচিতি পেতে শুরু করেন সেন্ট নিকোলাস।

ডাচ ভাষায় সেন্ট নিকোলাসকে ডাকা হতো সিন্টার ক্লাস নামে। এই সিন্টার ক্লাস থেকে সান্তা ক্লজ নামটির উৎপত্তি হয়েছে। ক্রিসমাসে বিশেষ করে কচিকাচাদেরকে উপহার দেওয়ার রীতি শুরু হয় উনিশশো শতকের গোড়ার দিকে। ১৮২০ সাল থেকে ক্রিসমাস উপলক্ষ্যে বিভিন্ন দেওয়া হত বিজ্ঞাপন, পত্রিকায় বিশেষ সংখ্যা প্রকাশিত হত যেখানে সান্তা ক্লজের ছবিও ছাপা হতো। ১৮৪১ সালে ফিলাডেলফিয়ার একটি দোকানে একটি মানুষরূপী সান্তা ক্লজ তৈরি করা হয় যা দেখতে ভিড় জমিয়েছিল কয়েক হাজার শিশু।

তবে সান্তা ক্লজের কাছ থেকে শুধু গিফ্ট পাওয়াই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় শিশুরা সান্তার জন্যে এক গ্লাস দুধ ও প্লেটে বিস্কুট সাজিয়ে আলাদা করে রেখে দেয়। ব্রিটেন ও অস্ট্রেলিয়ায় দেওয়া হয় বিয়ার বা মিষ্টি পিঠে। ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনে দেওয়া হয় পায়েস ও দারুচিনি। তবে এটি গল্প-কাহিনি হলেও শিসুদের বিশ্বাস যে, সত্যিই ক্রিসমাসের আগের রাতে সান্তা আসেন এবং তাদের উপহার দেয়।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন