Bangla News Dunia, Pallab : আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার পড়েছে। বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর পুজো করার নিয়ম রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, ভগবান বিষ্ণুর উপাসনা করলে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, ২৬ শে ডিসেম্বরের দিনটি কিছু রাশির জাতকডের জন্য খুব শুভ হতে চলেছে, আবার কিছু রাশির কিছু রাশির জীবনে অসুবিধার সম্মুখীন হতে হতে পারে। যাইহোক, আর দেরি না করে আসুন জেনে নেওয়া যাক, ২৬ ডিসেম্বর কোন রাশির জাতক উপকার পাবেন এবং কাদের সতর্ক থাকতে হবে।
মেষ- সঠিক সময়ে সঠিক কাজ করার সুফল পাবেন। সময়ের সঙ্গে বুঝতে পারবেন নিজের ভুল। কেরিয়ারে আসতে চলেছে নতুন মোড়। সংসারে বাড়তে চলেছে দায়িত্ব। গুরুজনদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলুন। অফিসে কাজের চাপ থাকবে মোটামুটি।
বৃষ- বাড়িতে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে। বাড়ির বাইরেও আপনার সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভবনা রয়েছে। অন্যের উপকার করে সুনাম অর্জন করতে পারেন। বছরের শেষে পেয়ে যেতে পারেন কোনো ভালো খবর। নতুন কাজের সন্ধান আপাতত না করাই ভালো। ব্যবসায় লাভ আসতে থাকবে।
আরো পড়ুন :- ‘আমি যতদিন সভাপতি ছিলাম, পার্টি হু হু করে বেড়েছে’ কাকে ইঙ্গিত করে এমন বললেন দিলীপ ঘোষ ?
মিথুন- নতুন জীবন শুরু করার আগে মনের মধ্যে কাজ করবে উত্তেজনা। আগামী দিনে বাড়তে চলেছে কাজের চাপ। তবে নিজের ওপর আস্থা হারাবেন না। নিজের দক্ষতার জোরেই এগিয়ে যেতে পারবেন। সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করতে পারবেন। পরিবারে থাকবে খুশির আমেজ।
কর্কট- প্রেম জীবনে আসতে পারে জোয়ার। দীর্ঘ দিনের সমস্যা কাটিয়ে অবশেষে এগিয়ে যেতে পারবেন। নতুন কিছু কেনার কথা ভাবতে পারেন। কারো কাছ থেকে পেয়ে যেতে পারেন উপহার। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন।
সিংহ- সময়ের সঙ্গে আপনার কাজের দক্ষতা আরো বৃদ্ধি পাবে। অফিসে অর্জন করবেন সুনাম। বছরের শেষের দিকে কাজের চাপ থাকবে ভালোই। পরিবারে থাকবে খুশির আমেজ। জীবন সঙ্গীর সঙ্গে কাটাতে চলেছেন মনে রাখার মতো সময়।
কন্যা- আর্থিক কারণে কোনো দুশ্চিন্তা থাকলেও তার জন্য কোনো কাজ থমকে থাকবে না। সময়ের মধ্যেই শেষ হবে প্রত্যাশিত কোনো কাজ। অবশেষে পেয়ে যাবেন পরিশ্রমের ফল। সংসারে আপাতত নতুন করে অশান্তির সম্ভাবনা নেই। ঘুরতে যাওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারেন।
তুলা- বছরের শেষভাগে ভালো কোনো খবর পেতে পারেন। কিছু টাকা খরচ হলেও সেটা হয়তো গায়ে লাগবে না। দান ধ্যানের প্রতি মন ঝুঁকতে পারে। সম্পত্তি ভাগাভাগি করার ব্যাপারে এটাই আদৰ্শ সময় নয়। নিজের মাথা ঠান্ডা রাখুন। পরিস্থিতি কঠিন মনে হলেও নিজের ওপর আস্থা হারাবেন না।
বৃশ্চিক- নতুন কিছু কেনার কথা ভাবতে পারেন। কারো কাছ থেকে পেয়ে যেতে পারেন উপহার। গুরুজনদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলুন। অফিসে কাজের চাপ থাকবে মোটামুটি। ব্যবসায়ীদের জন্য ভালো সময় আসন্ন। নিজের স্বাস্থ্যের প্রতি আরো যত্নবান হন।
ধনু- মানসিক অবসাদ দূরে সরিয়ে রেখে সামনের দিকে তাকান। আগামী দিনে উপার্জনের নতুন পথ খুঁজে পেয়ে যেতে পারেন। ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। অবশেষে পেয়ে যাবেন পরিশ্রমের ফল। বছরের শেষের দিকে কাজের চাপ থাকবে ভালোই।
মকর- নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। কাউকে সাহায্য করে কোনো কিছুর প্রত্যাশা না করাই ভালো। বিপদের সময়ে কাউকে না কাউকে পাশে পেয়ে যাবেন। গুরুজনদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলুন। অফিসে কাজের চাপ থাকবে মোটামুটি। দীর্ঘ দিনের সমস্যা কাটিয়ে অবশেষে এগিয়ে যেতে পারবেন।
কুম্ভ – শত্রুপক্ষের ষড়যন্ত্র কাটিয়ে এগিয়ে যেতে পারবেন। কোনো কাজে বাধার সম্মুখীন হলেও সেটা হবে সাময়িক। নতুন বছরের সঙ্গে পেয়ে যেতে পারেন নতুন কোনো খবর। নতুন কাজের সন্ধান জারি রাখুন। সুযোগ বুঝে সিদ্ধান্ত নিন।
মীন- আজ আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত। কেউ কেউ মানসিক চাপের শিকার হতে পারেন। আজ আপনাকে আপনার প্রিয় কাজটি করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ অফিসে বাড়তি কাজের দায়িত্ব পাবেন, ফলে দিন শেষে ক্লান্তি অনুভব করতে পারেন।