ভাগবত গীতা থেকেই অনুপ্রেরণা নিয়েছিলেন “পরমাণু বোমার জনক” ! জানুন অজানা ইতিহাস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : ৭৮ বছর আগে প্রথমবার পরমাণু বোমার ধ্বংসলীলা দেখেছিল বিশ্ব। ১৯৪৫ সালে জাপানের হিরোসিমা ও নাগাসাকি শহর গুঁড়িয়ে গিয়েছিল মার্কিন আনুবিক আক্রমণে। সেই বোমা তৈরির জনক ছিলেন রবার্ট জে ওপেনহাইমার। চলতি বছরের ২১ জুলাই মুক্তি পাবে তাঁকে নিয়ে তৈরি বায়োপিক ‘ওপেনহাইমার’। এই সিনেমাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে জল্পনা। কেমন চরিত্রের মানুষ ছিলেন ওপেনহাইমার ? ছবিতে দেখতে হলে গেলেই নাকি ওপেনহাইমার সম্পর্কে অনেক অজানা তথ্য জানা যাবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

আরও পড়ুন : মোদীময় আরব দুনিয়া ! মেলালেন বন্ধুত্বের হাত

তবে বোমা তৈরির পর হিরোসিমা-নাগাসাকির ধ্বংসলীলা দেখে চমকে ওঠেন এই মার্কিনি গবেষক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে আমেরিকা ও তৎকালীন সোভিয়েত রাশিয়ার মধ্যে শুরু হয় ঠাণ্ডা লড়াই। দুই দেশের মধ্যেই চলতে থাকে পারমানবিক অস্ত্রের প্রতিযোগিতা। যার বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার হন ওপেনহাইমার।

যদিও মার্কিনি গবেষকের ‘পারমাণু বোমার জনক’ হয়ে ওঠার গল্পতেও রয়েছে একাধিক চমক। ১৯৪৫-তে ১৬ জুলাই লস আলামোসের প্রায় ৩৪০ কিলোমিটার দক্ষিণে পরমাণু বোমা পরীক্ষা করেন ওপেনহাইমার ও তাঁর সঙ্গী বৈজ্ঞানিক দল। ইতিহাসে এই ঘটনা ‘ট্রিনিটি টেস্ট’ হিসেবে পরিচিত। এর জন্য কয়েক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেন ওপেনহাইমার।

আরও পড়ুন : সব ধর্মের মত ইসলামকে নিয়েও গর্বিত ভারত ! বললেন মোদীর উপদেষ্টা

সাম্প্রতিক গবেষণায় জানা গিয়েছে ভগবতগীতা থেকে অনুপ্রাণিত ছিলেন ‘ম্যানহাটন প্রকল্প’-র অধিকর্তা। ‘ট্রিনিটি টেস্ট’-র পর রীতিমতো ভয়ে যান ওপেনহাইমার। মানব সভ্যতা কী তবে তাঁর হাতেই ধ্বংস হতে চলেছে? এই প্রশ্ন কুঁড়ে কুঁড়ে খেয়েছিল তাঁকে। এই সময়ই মনকে শান্ত করতে গীতার আশ্রয় নেন তিনি।

১৯৬৫-তে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় গীতার বাণী উদ্ধৃত করেন ওপেনহাইমার। সেখানে তিনি বলেন, “কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে তাঁর কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল করান সারথি কৃষ্ণ। অর্জুনকে বিশ্বরূপ দর্শন করান তিনি। বোঝান, আমি সৃষ্টি ও ধ্বংস। এর পর কর্তব্য পালনে আর পিছে হটেননি অর্জুন।”

আরও পড়ুন : লক্ষ্য ‘৩৫’ ! লোকসভার আগে লাগাতার বাংলায় শাহ

জাপানে পরমাণু হামলার পর ওপেনহাইমার বলেন, ‘আমি মৃত্যু হয়ে এসেছি’। তাঁর এই উক্তি আজও বিখ্যাত হয়ে আছে। প্রসঙ্গত, মার্কিনি ইতিহাসবিদ জেমস এ হিজিয়ার দাবি, বিবেকের দংশনেই ভগবতগীতার আশ্রয় নিয়েছিলেন রবার্ট জে ওপেনহাইমার। #End

আরও পড়ুন : রাষ্ট্রসংঘে পাকিস্তানকে সমর্থন জানাল ভারত !

আরও পড়ুন : মমতার ‘মামাবাড়ির’ গ্রামে মুখ থুবড়ে পড়ল তৃণমূল ! জয়জয়াকার বিজেপির

আরও পড়ুন : বাংলা থেকে রাজ্যসভায় বিজেপি প্রার্থী হলেন মহারাজ !

আরো খবর দেখতে নিচের ছবিতে ক্লিক করুন

 

 

আরো পড়ুন :- ইউপিআই ব্যবহারে নয়া রেকর্ড ! আপনি কি করছেন ?

আরও পড়ুন : কিভাবে চিনবেন আপনার প্রকৃত বন্ধুকে ? পড়ুন চানক্য নীতি

আরও পড়ুন : আদিকাল থেকে পৃথিবীতে সৃষ্টি হয়েছে বহু ধর্ম ! জানুন এমন বৃহৎ ১০টি ধর্ম সম্পর্কে

আরও পড়ুন : পৃথিবী জুড়ে ভয়াবহ জলবায়ু পরিবর্তন ! ধ্বংসের মুখে মানবজাতি

বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’

আরো পড়ুন :- BIG NEWS: এবার আধার-রেশন কার্ড লিঙ্ক করা যাবে, সম্পূর্ণ বিনামূল্যে

আরও পড়ুন : মন্দিরে নিষিদ্ধ RSS ! জোর বিতর্ক

আরও পড়ুন : মহিলাদের ‘ব্যাংক একাউন্টে’ টাকা পাঠাবে মোদী সরকার !

এই রকম আরো খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন