ভেজানো সবুজ মুগের উপকার জানেন?

By Bangla News Dunia Rajib

Published on:

green

Bangla News Dunia , Rajib : সকালের খাবার মোটেই বাদ দেওয়া উচিত নয়। বরং সেখানে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং স্বাস্থ্যকর ফ্যাটের উপযুক্ত সমন্বয় থাকা দরকার। এই খাদ্যতালিকায় ‌ যদি একমুঠো ভেজানো মুগ রাখেন, জানেন, কী উপকার মিলবে?

১। মাছ, মাংস, ডিম খান না। তা হলে একমুঠো ভেজানো সবুজ মুগ শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করতে ভীষণ কার্যকর হতে পারে। পেশি মজবুত রাখতে, কোষ গঠনে প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিরামিষাশীদের প্রোটিনের চাহিদা পূরণে সবুজ মুগ বিশেষ সহায়ক হতে পারে।

আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?

২। ভেজানো মুগে মেলে ভিটামিন বি, আয়রন, ম্যাগনেশিয়াম। দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে মুগ। শরীরচর্চার পরেও কিছুটা ভেজানো মুগ খেতে পারেন। ক্লান্তি দূর করতে সাহায্য করবে এই খাবার।

৩। ডালের মধ্যে যে প্রোটিন থাকে, তা অনেক সময়ে হজম করতে সমস্যা হয়। তবে ভেজানো মুগ খেলে সেই সমস্যা হবে না। এতে থাকে ফাইবার। যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। পেটের স্বাস্থ্য ভাল রাখে, গ্যাস, পেটফাঁপার মতো সমস্যা বশে রাখে।

আরো পড়ুন:- হামেশাই খান Pan-D, প্যারাসিটামল? ডেকে আনছেন মহাবিপদ! গুণমান পরীক্ষায় ফেল ৫৩ ওষুধ। রয়েছে নকল ঔষধ প্রতিষ্ঠানও

৪। যাঁরা ওজন কমানোর জন্য ডায়েট মেনে খাবার খান, তাঁরা মুগ ভিজিয়ে খেতে পারেন। মুগের মধ্যে ফাইবারের পরিমাণ বেশি। অনেক ক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকে। ফলে উল্টোপাল্টা খাবার খাওয়ার ইচ্ছা চলে যায়। যা পরোক্ষে ওজন নিয়ন্ত্রণে সহায়ক হয়ে ওঠে।

৫। ভেজানো মুগের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো উপাদান। যা উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এবং কার্ডিয়োভাসকুলার রোগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

#End

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন