Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বাড়িতে সবাই মশা , মাছি , আরশোলা নানা পতঙ্গ নিয়ে দুশ্চিন্তায় থাকেন। কেননা মশাবাহিত রোগ ডেঙ্গু পুরা দেশকে নাড়িয়ে দিয়েছে। এই রোগে মৃত্যুর সংখ্যাও কম নয়। আবার ছারপোকার যন্ত্রণায় অনেকেই ঘুমাতে পারেন না। বিশেষ মাছি রোগ ছড়াতে পারে। এই রকম সমস্যায় কর্পূরকে বেছে নেওয়া যায়। কর্পূরের গন্ধে মশা, পিঁপড়া ও ছাড়পোকা পালায়।
বিস্তারিত জেনে নিন———-
১. ঘর থেকে মশা তাড়াতে কর্পূরের ট্যাবলেট ঘরের কোনায় কোনায় ছড়িয়ে দিন। এর গন্ধে মশা ঘর ছেড়ে পালাবে। একই সঙ্গে রুম ফ্রেশনারের কাজও করবে কর্পূর। ঘরে রোগ জীবাণু দুর করতেও কাজে লাগবে।
২. বাড়িতে পিঁপড়ার উপদ্রবে নাজেহাল হচ্ছেন, খাবার দাবার নষ্ট করছে। বাজার থেকে কীটনাশক মিশ্রিত ওষুধ কিনবেন না। কারণ এর ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যা বাড়ির শিশু বা বয়ষ্কদের জন্য ভয়াবহ হতে পারে। তাই ক্ষতিকর কীটনাশকের পরিবর্তে জলের সঙ্গে কর্পূর মিশিয়ে ঘরের কোনায় কোনায় ছড়িয়ে দিন। কর্পূরের গন্ধে পিঁপড়া দূর হবে।
৩. ছারপোকা তাড়াতে কর্পূর অত্যন্ত কার্যকরী। বিছানার তোষক, চাদর ঘণ্টা খানেক রোদে দেওয়ার পর একটি কর্পূরের টুকরা কাপড়ে মুড়ে বিছানার মাঝামাঝি রেখে দিন। দেখবেন, এতে বিছানায় ছারপোকার উপদ্রব একেবারেই নেই।
কর্পূর দিয়ে পোকামাকড় তাড়ানোর উপায়। এগুলো ছাড়াও কর্পূর খুশকি দূর করে, ত্বকের চুলকানিও কমায়।
” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “
বিশেষ বিজ্ঞপ্তি :- সারা দেশে করোনা সংক্রমন নিম্নমুখী। এই পরিস্থিতিতে আরও সচেতন হোন। মাস্ক পড়ুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন।