Bangla News Dunia , Pallab : সোমবার, ১৬ ডিসেম্বর ব্রহ্মযোগ তৈরী হচ্ছে। যার ফলে সিংহ ও তুলা রাশির জাতকদের সাফল্যের প্রবল সম্ভাবনা রয়েছে। অনেকে ব্যবসায় সাফল্য পাবেন এবং সম্পদ বৃদ্ধি পাবে। কিছু জনের স্থগিত কাজ গুলি শেষ হবে এবং ব্যবসায়ের অর্থ সম্পর্কিত পরিকল্পনাগুলি সফল হবে। অনেকে আবার কাজের অগ্রগতি করবেন এবং স্থগিত কাজ শেষ হওয়ায় মন খুব খুশি হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিন আপনার কেমন কাটবে।
মেষ- খরচের হাত একটু গুটিয়ে নিতে হবে। আগামী দিনে অনেক বড় কাজ আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। সংসারে বুঝেশুনে বাক্যব্যয় কড়া দরকার। অযথা ঝুঁকি নিলে বিপদের সম্ভাবনা রয়েছে।
বৃষ- নিজের ও পরিবারের জন্য আরো বেশি করে সময় বাঁচানোর চেষ্টা করুন। গুরুজনদের পরামর্শ অনুযায়ী নতুন কাজ শুরু করতে পারেন। গুরুত্বপূর্ণ সময়ে স্ত্রীকে পাশে পাবেন। আপাতত ভ্রমণের পরিকল্পনা বাতিল করা দরকার।
মিথুন- খরচের কথা মাথায় রেখে কিছু কাজ হয়তো পিছিয়ে দিতে হবে। শরীরিক সমস্যার কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা আছে। মাথা বেশি গরম করবেন না। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিন।
কর্কট- পূর্ব পরিকল্পনা অনুযায়ী কোনো কাজ ব্যহত হতে পারে। তবে আপনার জন্য অপেক্ষা করে রয়েছে আরো ভালো কিছু। চলতি মাসের শেষের দিকে কাজের চাপ বাড়তে পারে। ঘরে বাইরে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। খাওয়াদাওয়া সঠিক সময় মেনে করা দরকার। বাবা মায়ের পাশে থাকুন।
সিংহ- বাইরে কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপারে পরিকল্পনা করতে পারেন। নতুন কোনো কিছু কেনার সম্ভাবনা রয়েছে। বছরের শেষে নতুন জীবন শুরু করতে পারেন। বাড়িতে বিয়ে আলোচনা শুরু হতে পারে। চাকরি ভাগ্য মোটামুটি।
কন্যা- অপ্রত্যাশিত কোনো ব্যক্তির কাছ থেকে উপহার পেতে পারেন। পড়ুয়াদের জন্য আজকের দিনটি ভালো। ব্যবসায়ীদের টাকা পয়সা নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে। চিকিৎসার জন্য হিসেবের বাইরে টাকা খরচ হওয়ার সম্ভাবনা আছে।
তুলা- জমি বাড়ি কেনা বেচার ব্যাপারে ভাবতে পারেন। হিসেব করে না চললে মাসের শেষে টাকার টান দেখা দিতে পারে। কোথাও ধাক্কা লেগে আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে বড় রকমের কোনো বিপদের সম্ভাবনা আপাতত নেই। চাকরি ক্ষেত্রে কাজের চাপ থাকবে অন্যান্য দিনের মতো।
বৃশ্চিক- রাস্তায় হাঁটা চলার ক্ষেত্রে বাড়তি সাবধানতা অবলম্বন করা দরকার। প্রেম জীবনে অশান্তির আশঙ্কা। তৃতীয় কোনো ব্যক্তির কারণে কাজে ব্যাঘাত। অর্থ ভাগ্য মোটামুটি ভালো। দিনের দিন কোথাও ঘুরে আসতে পারেন।
ধনু- আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে। বাড়িতে অতিথি আগমনের সঙ্গে খুশির পরিবেশ থাকবে। অফিসে আপনার পারফরম্যান্স আরও ভাল হবে। অতিরিক্ত চিন্তা করা এড়িয়ে চলুন। ইতিবাচক থাকুন। প্রেম জীবন ভালো যাবে।
মকর- দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাবেন। আপনার পারিবারিক জীবনে শান্তি ও সুখ থাকবে। আপনি আপনার কাজের ইতিবাচক ফলাফল পাবেন। কর্মজীবনে অনেক অগ্রগতি হবে। একটি স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করুন। সম্পত্তি কেনার বিষয়ে বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিন। সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে।
কুম্ভ- কোথাও বিনিয়োগের জন্য এটি একটি ভাল দিন। ব্যবসায় লাভ হবে। নতুন প্রজেক্টের দায়িত্ব পাবেন। স্ব-যত্নের দিকে মনোনিবেশ করুন। সম্পত্তি সম্পর্কিত বিরোধগুলি বুদ্ধিমানের সাথে সমাধান করুন। আপনি একাডেমিক কাজে নতুন সাফল্য অর্জন করবেন। সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে। প্রেম জীবন ভালো যাবে।
মীন- অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। বাড়িতে ভাল খবর পাবেন। ব্যবসায় উন্নতির নতুন সুযোগ তৈরি হবে। স্বাস্থ্য আগের চেয়ে ভালো থাকবে। খাদ্যাভ্যাসে আনুন একটু পরিবর্তন। একাডেমিক কাজের ভালো ফলাফল #End
আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024