Bangla News Dunia, জয় রায় :- মানুষ কোনো না কোনো সময় তার চুল নিয়ে অতিষ্ট হয়ে ওঠে। এমন কি খুশকির জন্য অতিষ্ট হয়ে উঠেছেন তবে এই ঘরোয়া উপায়ে দূর করুন খুশকি। এই খুশকি আপনার মাথার চুল উঠিয়ে দেয়। আপনি এই খুশকি দূর করার জন্য বিভিন্ন উপায় করে থাকেন , বিভিন্ন দামি ব্রানডার শ্যাম্পু ব্যবহার করে থাকেন। তবুও দেখা যায় মাথার খুশকি দূর হয় না। তবে চলুন কি ভাবে মাথার খুশকি দূর করা যায় জেনে নেওয়া যাক –
প্রথমে দু চামচ পাতি লেবুর রস মাথায় ভালো করে মালিশ করে নিন। এর পর প্রায় ১০ থেকে ১৫ মিনিট এই ভাবেই লেবুর রস শুকোতে দিন। তার পর মাথা ধুয়ে ফেলুন। এই ভাবে কিছুদিন করলেই উপকার পাবেন। এছাড়া ভালো নারকেল তেল মাথায় ভালো করে ম্যাসাজ করতে পারেন যার ফলে মাথার খুশকি কম হবে।