Bangla News Dunia, অজয় দাস :- বর্তমানে বেশিরভাগ মানুষই একটি সমস্যায় ভোগেন যে মাথার চুল ঝরে যাচ্ছে ও মাথায় টাক পরে যাচ্ছে আবার অনেকের তো তাকে পরেই গেছে। এমন অবস্থায় সকলেই বিভিন্ন উপায় করে থাকে। কিন্তু খুব কম মানুষই বলেন যে তার কোনো উপায় করে কাজ হয়েছে। তবে কিছু মানুষ আছে যারা নিয়মিত ব্যায়ামের মাধ্যমে তাদের চুল ঠিক রাখতে পেরেছেন।
মানুষের মাথার চুল পড়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে যেমন , শরীর অভ্যান্তরিন কোনো রোগ , মাথার ত্বকে কোনো রোগ , চুলের কোনো রোগ , মানসিক চাপ , দূষণ , বেশি পরিমানে কেমিক্যাল যুক্ত পণ্য ব্যবহার ইত্যাদি হতে পারে।
আরো পড়ুন :- প্রচণ্ড মানসিক চাপে ভুগছেন ? দেখুন মুক্তির উপায়
মানুষের মাথা থেকে নির্দিষ্ট পরিমান চুল ঝরে আবার নির্দিষ্ট পরিমান নতুন চুল ও গজায়। তবে কেউই এই তথ্য মানতে নারাজ। কারণ তারা দেখেছে যে চুল ঝড়ছে কিন্তু নতুন চুল গজাচ্ছে না। এমন অবস্থায় আশার এল দেখাচ্ছেন জাপানের বিজ্ঞানীরা।
জাপানের বিজ্ঞানীদের দাবি তারা স্টেম সেলের মাধ্যমে নতুন চুল গজানোর পদ্ধতি আবিষ্কার করে ফেলেছেন। তারা স্তনপায়ী প্রাণীদের উপর পরীক্ষা করে সাফল্য পেয়েছেন। তারা ইঁদুরের শরীর থেকে রোম নিয়ে ২২০ টি মিশ্রনের মাধ্যমে এই পরীক্ষাটি করেছেন। এই পরীক্ষার মাধ্যমে কি করে খুব কম সময়ে কোলাজেনের মাধ্যমে স্টেম সেল তৈরি করে মাথায় নতুন করে চুল গজানো যায় তার পরীক্ষা করেছেন।
এই পরীক্ষায় বিরাট সাফল্য ও পেয়েছেন তারা। বিজ্ঞানীদের দাবি , তাকে মাথায় নতুন করে চুল গজানোর পদ্ধতি প্রায় আবিষ্কার করে ফেলেছেন তারা। এই পরীক্ষার মাধ্যমে অন্তত তিন সপ্তার মধ্যেই নতুন করে চুল গজাচ্ছে। এই ভাবে ৭৯ শতাংশ চুল গজানো সম্বভ বলে মনে করেন তারা। ফলে এই পরীক্ষার মাধ্যমে প্রচুর মানুষ ত্বকের সমস্যা থেকে মুক্তি পাবেন।
আর পড়ুন :- ঋতু পরিবর্তনে সর্দি-কাশির সমস্যা ! দেখুন সুস্থ থাকার ঘরোয়া টোটকা
সমস্ত প্রকারের দরকারি খবরের আপডেট পেতে আমাদের ফলো করুন
Highlights:-
১. এখন টাকের সমস্যায় সমাধান দিতে পারেন জাপানের বিজ্ঞানীরা।
২. জাপানের বিজ্ঞানীদের দাবি তারা টাক মাথায় চুল গজাতে সক্ষম হয়েছেন।
#banglanews #healthnews #health #banglanewsdunia