Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : শ্যামা পূজা, দীপান্বিতা কালীপুজো, আদ্যাশক্তি- অপেক্ষার অবসান ঘটিয়ে দীপাবলি প্রায় দোরগোড়ায়। কার্তিক মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে আরাধনা করা হয় শক্তির দেবীর। আঠারো শতকে প্রকাশিত ‘কালী সপর্যাসবিধি’–তে প্রথম দীপান্বিতা অমাবস্যায় কালীপুজোর বিধান পাওয়া যায়। বাংলায় দীপাবলি বা দীপান্বিতা, আর বাংলার বাইরে এই উৎসব দিওয়ালি নামে পরিচিত।
দেবীর নাম কালী কেন, তার পিছনে রয়েছে একাধিক কারণ। কাল-এর স্ত্রীলিঙ্গ কালী। আবার মহাদেবের আর এক নাম কাল। কাল অর্থাৎ অনন্ত সময়। জগতের উৎপত্তি, স্থিতি, মহাপ্রলয়ের পিছনে রয়েছে কালশক্তি। কাল সর্বজীবকে গ্রাস করে। সেই কাল–কে যিনি গ্রাস করেন, তাঁকে কালী বলা হয়।
কালী কেন শক্তির দেবী, তার ব্যাখ্যা রয়েছে শাস্ত্রে। কাল শব্দের একাধিক অর্থ। কাল মানে সময়, অন্য দিকে কালের আর এক অর্থ কৃষ্ণবর্ণ। মৃত্যুর ভাবনাও লুকিয়ে রয়েছে কাল–এর অর্থে। অতএব কালী যেমন সময়ের জন্মদাত্রী, পালনকর্ত্রী, তেমন তিনি প্রলয়কারিণী নিয়ন্ত্রক।
দেবীর নামে কাল শব্দের সঙ্গে যুক্ত ঈ-কার। সনাতন ধর্মে ইশ্বরী বা সগুন ও নির্গুণ ব্রহ্মকে উপলব্ধি করার জন্য ঈ-কারের সৃষ্টি ও শব্দোচ্চারণকে উল্লেখ করা হয়েছে। শ্রী শ্রী চণ্ডীতে উল্লেখ রয়েছে- ‘ইয়া দেবী সর্বভতেষু চেতনেত্যাবিধীয়তে, নমস্তসৈ, নমস্তসৈ নমো নমোঃহ।’
আরো পড়ুন :- শিল্পে লগ্নি টানায় প্রথম দশেও নেই বাংলা ! মাথায় হাত মুখ্যমন্ত্রীর
এই সবের কারণে মহাকাল পরিস্থিতির উদ্ভূত হয়, তা-ই আবার সকল সৃষ্টিকে গ্রাস করে। মহাকালেরও যে পরিণাম আছে, তার উল্লেখ পাওয়া যায় সনাতন ধর্মে। মহাকালীর ভিতরেই মহাপ্রলয়ের কালশক্তি বিলীন হয়ে যায়।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- এই প্রকল্পে ২ কোটি পর্যন্ত ঋণ দিচ্ছেন মমতা, আপনি পেয়েছেন ?
আরো পড়ুন :- ৮৭-র বৃদ্ধার শরীরের উপর ঝড় তোলেন ৮৯-এর বৃদ্ধ ! তুমুল সঙ্গম !
আরো পড়ুন :- দেশে বধূ নির্যাতনে শীর্ষে বাংলা
আরো পড়ুন :- কলকাতা প্রতারণার নয়া চক্র, সদস্য হলেই বিনামূল্য নারীসঙ্গ !
আরো পড়ুন :- মায়েদের জন্য মমতার এই প্রকল্পের সুবিধা জানেন তো ?
আরো পড়ুন :- মৃত্যু পথযাত্রীকে গীতা শোনানো হয় কেন ?