Bangla News Dunia, Pallab : আজ ১০ জানুয়ারি শুক্রবার দেবী লক্ষ্মীর আশীর্বাদে মিথুন ও সিংহ রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সম্ভাবনা রয়েছে। আজকের রাশিফল অনুযায়ী মা লক্ষ্মীর কৃপায় ব্যবসায় অনেকে পছন্দসই লাভ পাবেন এবং ব্যবসায় প্রচুর অগ্রগতি পাবেন। কিছুজনের অর্থ এবং সম্মান বৃদ্ধি পাবে এবং অনেকের দিনটি সুখে পূর্ণ হবে। যাইহোক, জেনে নেওয়া যাক আজ মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত শুক্রবার দিনটি সকলের কেমন কাটবে?
মেষ- কাজের দিক থেকে দ্রুত উন্নতির সম্ভবনা রয়েছে। সময়ের সঙ্গে নিজের চিন্তা ভাবনাকে আরও নমনীয় করার চেষ্টা করুন। বাড়িতে কোনও বিষয় নিয়ে সমস্যা দেখা দিতে পারে। শত্রুপক্ষের কোনও চেষ্টাই এখন আপনাকে রুখতে পারবে না। নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া দরকার। অর্থ ভাগ্য মন্দ নয়।
বৃষ- ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা খুব একটা সফল না-ও হতে পারে। তবে অর্থ ভাগ্য খুব খারাপ না। হাতে কাজ থাকবে। আপাতত নতুন কোনও চাকরির সন্ধান না করলেও চলবে। সন্তানের কারণে আজ গর্ব অনুভব হতে পারে। পরিবারের সঙ্গে কাটবে ভাল সময়। রাস্তায় দেখে চলাফেরা করা দরকার। গাড়ি চালানোর সময় আরও বেশি সতর্ক হন।
আরও পড়ুন:– বুদ্ধি কম থাকলে কি কেউ মা হতে পারবে না? কেন এমন প্রশ্ন তুলল বম্বে হাইকোর্ট ?
মিথুন- পড়াশুনা কিংবা গবেষণার জন্য বাইরে কোথাও যেতে হতে পারে। এখনই বিদেশ যাত্রার সম্ভবনা খুব বেশি নেই। ব্যবসায়ীদের জন্য সময়টা ভাল। পরিচিত কোনও ব্যক্তি কিংবা বন্ধুদের সঙ্গে বিকেলের পর ভাল সময় কাটতে পারে। বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক দিকে মন ঝুঁকতে পারে। অর্থভাগ্য চলনসই।
কর্কট- লেখাপড়ার প্রতি বাড়তে পারে আগ্রহ। বাড়িতে অতিথি আগমনের সম্ভবনা রয়েছে। ঝোঁকের বশে বেশি খাওয়াদাওয়ার কারণে পেটের সমস্যায় শরীর কিছুটা কাবু হতে পারে। সংসারে অশান্তির আশঙ্কা এখন নেই। ভাইবোনের সঙ্গে হতে বজায় থাকবে ভাল সম্পর্ক। বাড়ির বাইরে আপনার সুখ্যাতি কিছুটা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েচে। নতুন কাজের সন্ধান আপাতত বিফলে যেতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটা হতে চলেছে মধ্যমানের।
সিংহ- যারা কোনও শৈল্পিক সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটা বিশেষ প্রমাণিত হতে পারে। সকালের দিকে কাজের চাপ কম থাকলেও বিকেলের পর থেকে আপনার ওপর চাপ বাড়তে পারে। অসৎ সঙ্গে পড়ে ভুল পথে চালিত হওয়ার সম্ভবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আচমকা কিছু বাড়তি টাকা খরচ হওয়ার সম্ভবনা রয়েছে। কাছেপিঠে কোথাও ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হিসেবে করে নিন।
কন্যা- চাকরির সঙ্গে যুক্ত এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা খুব একটা ইতিবাচক নাও প্রমাণিত হতে পারে। বাড়তি কিছু লাভের আশা এখন না করাই ভাল। খুব তাড়াতাড়ি নতুন করে বিনিয়োগ ভাবনা মনে এসে থাকলে আরও একবার হিসেবনিকেশ করে দেখুন। চাপের মুখে নিজের সেরাটা দিতে পারবেন।
তুলা- বন্ধু রূপে কারও সাহায্য পেয়ে যেতে পারেন। সপ্তাহের শেষের দিকে নতুন কাজের সন্ধান পাওয়ার সম্ভবনা খুব বেশি নেই। কর্মক্ষেত্রে আপনার কাঁধে আরও দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শত্রুপক্ষের পরিকল্পনা বানচাল করে এগিয়ে যেতে পারবেন, তবে কাজের গতি সাময়িক কিছুটা ধীর হতে পারে। বাড়ির গুরুজনদের স্বাস্থ্যের প্রতি আরও বেশি খেয়াল রাখা দরকার। পিঠের ব্যাথা সাময়িক ভোগাতে পারে।
বৃশ্চিক- দূর কোনও আত্মীয়ের কাছ থেকে পেতে পারেন আমন্ত্রণ। বাড়িতে কিছুটা অশান্তি দেখা দিতে পারবে। কঠিন সময়ে স্ত্রীকে পাশে পেয়ে যাবেন। নতুন কোনও জিনিস কেনার আগে হিসেব দেখে নিন। মাসের শেষের দিকে নতুন কোনও কাজের খোঁজ পেতে পারেন। গবেষকদের জন্য আজকের দিনটা হতে পারে চলনসই।
ধনু- আজকের দিনটা এই রাশির জাতক জাতিকাদের জন্য স্বাভাবিক থাকতে চলেছে। অর্থের কারণে জরুরি কোনও কাজ আটকে যাওয়ার সম্ভবনা কম। চাকরি ভাগ্য মন্দ নয়। ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা মন্দা দেখা দিতে পারে। যারা চাকরি করছেন তাদের জন্য দিনটা হতে পারে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কোনও কাজের দায়ভার আপনার কাঁধে দেওয়া হতে পারে।
মকর- সাংসারিক বিষয়েও কিছু দায়িত্ব পালন করতে হবে। সম্পত্তি ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু হতে পারে। ব্যবসার কাজের বাড়তি বিনিয়োগ করার সম্ভবনা রয়েছে। বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্বস্ত কারও কাছ থেকে আগে পরামর্শ নিয়ে নিতে পারেন। সন্তানের পড়াশুনা নিয়ে কিছুটা চিন্তা থেকে যাবে। আর্থিক বিষয়ে মনে থাকতে পারে দুর্ভাবনা।
কুম্ভ- আজ এই রাশির জাতক জাতিকারা ধর্মীয় বা সাংস্কৃতিক কাজে ব্যস্ত থাকবেন। লম্বা সময় ধরে চলা কোনো মামলায় আপানি জিতে যেতে পারেন। পরিবার থেকে সহযোগিতা পাবেন। স্ত্রীর সাথে সম্পর্ক ভালো থাকবে। আজ ভাবনাচিন্তা করে টাকা খরচ করুন। শরীর ভালো থাকবে।
মীন- মীন রাশির জাতক জাতিকারা পৈতৃক সম্পদ পেতে পারেন। বন্ধুর কাছ থেকে মূল্যবান উপহার পেতে পারেন। আজ অপ্রত্যাশিতভাবে টাকা পাবেন। ব্যবসায় লাভবান হবেন। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির চেষ্টা করুন। আয় ও ব্যয়ের মধ্যে সমন্বয় বজায় রাখুন।
আরও পড়ুন:– ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে আত্মসাৎ 100 কোটি, জানতে বিস্তারিত পড়ুন
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025