Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : এই গ্রামে কালী পুজো শুরু হয়েছিল প্রায় ৬০০ বছর আগে। কী ভাবে এই পুজোর শুরু, তা নিয়ে রয়েছে অজস্র গল্প। এই পুজোর সঙ্গে কী ভাবে যুক্ত হল মুসলিম সম্প্রদায়, তা নিয়েই সবচেয়ে চমকপ্রদ কাহিনি। মুসলিম আখের গুড় বিক্রেতা সারাদিন কাজের পরে এক বট গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময়ে এক কিশোরী তাঁর কাছে এসে গুড় খেতে চায়। এমন নির্জন জায়গায় এমন পরমা সুন্দরী কন্যাকে দেখে অবাক হয়ে যান ওই বিক্রেতা।
খিদেয় সুন্দর মুখ শুকিয়ে গিয়েছিল। মেয়েটি করুণ স্বরে ওই বিক্রেতার কাছে গুড় চায়। গুড় হাতে দিতেই মেয়েটি মুহূর্তে মিলিয়ে যায়। রাতেই ওই মুসলিম গুড় বিক্রেতা স্বপ্ন দেখেন স্বয়ং বড়মা গুড় খাচ্ছেন। সেই থেকে গ্রামে বড়মার পুজো মুসলিম সম্প্রদায়ের গুড় ছাড়া সম্পূর্ণ হয় না। পরিবারের সদস্যরা কালীপুজোর সময়ে গুড় পাঠান। বড়মার পুজোকে ঘিরে উভয় সম্প্রদায়ই আনন্দে মেতে ওঠে।
এই পুজোকে ঘিরে জড়িয়ে আছে বেশ কিছু লোককথা। শোনা যায়, ছ’শো বছর আগে এই জায়গা এবং গভীর জঙ্গলে ঘেরা। তাতে ডাকাতদের বাস। ডাকাতি করতে যাওয়ার আগে তারাই তৈরি করত কালী মূর্তি। সেই মূর্তি পুজো করে বিসর্জন দিয়ে তবেই ডাকাতি করতে বেরোত।
আরো পড়ুন :– আগামী দিনে ২৫% বিদ্যুৎ বিল কম আসবে আপনার !
সেই পুজোর এক বিশেষ রীতি ছিল। সেই রীতি মেনে এক রাতের মধ্যে কালী মূর্তি গড়ে পুজো করা হত, গা ভর্তি অলঙ্কার-সহ সেই রাতেই প্রতিমা বিসর্জন দেওয়া হত বিলের জলে। সকলের সামনেই চোখের নিমেষে নিলিয়ে যেত মাতৃ মূর্তি।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- DA : জানুন ডিএ বৃদ্ধির পর রাজ্যের সঙ্গে কেন্দ্রের বেতনের ফারাক কত হল ?
আরো পড়ুন :- দুর্গাপূজা : ষ্টার হিন্দু ক্রিকেটারকে হুমকি, ইসলাম গ্রহণ করতে চাপ
আরো পড়ুন :- শুভেন্দুর পিছনে ২০ কোটি টাকা খরচ করেছে মমতা, দাবি শুভেন্দুর
আরো পড়ুন :- মমতার মিম বানিয়ে গ্রেফতার যুবক ! বিরোধীদের দাবি, বাক স্বাধীনতা খণ্ডনের চেষ্টা
আরো পড়ুন :- FREE-তে ল্যাপটপ দিচ্ছে সরকার, আপনি APPLY করেছেন ?