Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র : বাংলা নববর্ষের পর এবার আগামী ২৫ এপ্রিল রয়েছে বিশেষ যোগ। ২৫ এপ্রিল বুধ প্রবেশ করবে মীন রাশিতে। তার ফলে বুধের মার্গী চাল শুরু হবে। এই সময় বহু রাশি লাভের মুখ দেখতে চলেছেন। বৈদিক জ্যোতিষ শাস্ত্র মতে বুধের এই মার্গী চালের ফলে কোন কোন রাশির মানুষেরা লাভ পাবেন, দেখে নেওয়া যাক ?
আরো পড়ুন :- ৩০ বছর পর ঘটছে শনি ও মঙ্গলের সংমিশ্রণ যোগ ! বিপদ বাড়বে এই ৩টি রাশির
মিথুন সহ একাধিক রাশি বুধের মার্গী চালে ব্যাপক লাভ পাবে। ফলে বহু রাশি বিপুল উন্নতির মুখ দেখতে চলেছেন। কোন কোন রাশি এই লাভ পাবেন, তা দেখা যাক। কেরিয়ার থেকে ব্যবসা. চাকরিতে কোন কোন রাশি লাকি, তা দেখে নিন —
মিথুন: বুধের মার্গী অবস্থান কাজ ও ব্যবসায় উন্নতির যোগ আনবে। ব্যবসার বিস্তার এই সময় ব্যাপক ভাবে হবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা পাবেন বিপুল লাভ। নতুন চাকরি পেতে পারেন। বাবার সহযোগিতা সব কাজে পাবেন। যাঁরা চাকরিরত, তাঁদের প্রমোশনের যোগ রয়েছে।
কর্কট: আপনার ভাগ্যের সহযোগিতা সব কাজে পাবেন। কোনও ধার্মিক দিক থেকে আপনি আনন্দ পাবেন। ধার্মিক কাজে যোগ দেবেন। দাম্পত্য প্রেম গবীর হতে থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। দেশ বিদেশে যাত্রা করতে পারবেন।
মীন: এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়তে পারে। যে পরিশ্রম করেছেন তার ফলাফল যদি এতদিন না আসে, তাহলে তা এখন পাবেন। কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন। দাম্পত্য প্রেম জমে উঠবে। #End
আরো পড়ুন :- শনির সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে চান ? পালন করুন কিছু সহজ উপায়
আরো পড়ুন :- ২০২৪ সালে ছয়টি গ্রহ বক্রী চলনে যাবে ! ফলে ভাগ্য খুলবে কয়েকটি রাশির
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয় )