লিফটের নীচ থেকে উদ্ধার স্টিল প্লান্টের আধিকারিকের দেহ,

By Bangla News Dunia Rajib

Published on:

mirtu

Bangla News Dunia , Rajib : প্রায় ১৫ ঘণ্টা নিখোঁজ থাকার পর দুর্গাপুর স্টিল প্লান্টের (ডিএসপি)-র এক আধিকারিকের নিথর দেহ উদ্ধার হলো। শনিবার গভীর রাতে লিফটের নীচে তাঁকে পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর এক সহকর্মীরই নজরে আসে দেহটি। খবর দেওয়া হয় পুলিশে। ইতিমধ্যেই দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম, সমিত ভট্টাচার্য (৫৪)। তাঁর বাড়ি দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায়। নিখোঁজের বিষয়টি সামনে আসতেই তল্লাশি চালায় কারখানা চত্বরে নিরাপত্তার দায়িত্বে থাকা CISF। খবর দেওয়া হয় পুলিশেও।

আরো পড়ুন:- আয়ের প্রায় 65% দান করতেন তিনি, রতন টাটার জীবনের আরও অজানা তথ্য মুগ্ধ করবে আপনাকে

গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সমিত কারখানার ‘মেটেরিয়াল হ্যান্ডেলিং’ বিভাগের জেনারেল ম্যানেজার (অপারেশন) পদে নিযুক্ত ছিলেন। শনিবার সকাল ১১টা থেকে নিখোঁজ ছিলেন তিনি। কী ভাবে সমিতের মৃত্যু হলো? তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। সমিতের দেহ কী ভাবে লিফটের নীচে গেল? সেটাই এখনও ভাবাচ্ছে পুলিশকে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

জানা গিয়েছে, সমিতের গাড়ি এবং ব্যাগ সমস্তটাই ছিল কারখানাতে। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিনি ফেরেননি। একাধিকবার পরিবারের তরফে ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন তোলেননি তিনি। তাঁর পরিবারে স্ত্রী এবং সন্তান রয়েছে। তাঁকে খুন করা হয়েছে, সেই সম্ভবনাও পরিবারের তরফে উড়িয়ে দেওয়া হচ্ছে না। ইউনিয়নের তরফে নিরাপত্তায় গাফিলতির বিষয়টিও তুলে ধরা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন