ল্যাজ গুটিয়ে আজই পালাবে টিকটিকি, শুধু ঘরের মধ্যে রাখুন এই কয়টি জিনিস

By Bangla News Dunia Rajib

Published on:

tiktiki

Bangla News Dunia , Rajib : টিকটিকি (House gecko) নিয়ে কম বেশি সবাই বিরক্ত থাকে। বাড়ির যেখানে সেখানে টিকটিকি দেখা যায়। এদের শীতকালে খুব একটা দেখা না গেলেও গরমকালে এরা বাড়ির চারিদিকে ছড়িয়ে থাকে। টিকটিকি খালি পোকা মাকড় খেয়ে উপকার করে তা নয়। চারিদিকে পটি করে নোংরাও করে। আর একবার টিকটিকি ঘরে এলে এদের তাড়ানো খুবই মুস্কিল। তবে আপনি চাইলে বাজারে কেনা কোনো জিনিস ছাড়াই রান্নাঘরের কিছু সামগ্রী দিয়ে সহজেই টিকটিকি তাড়ানো সম্ভব।

সহজেই তাড়ান টিকটিকি

পিঁয়াজ, রসুন, লঙ্কার গুঁড়ো, তামাক এইসব উপাদান দিয়ে টিকটিকি সহজেই বাড়ি ছাড়া করা সম্ভব। টিকটিকি তাড়াতে ঘরের কোণে কোণে রসুন অথবা পিঁয়াজের টুকরো রেখে দিতে পারেন এতে উপকার পাবেন। আবার লঙ্কার গুঁড়ো খোলা অবস্থাতেও রেখে দিতে পারেন তাতেও উপকার পাবেন। টিকটিকি এইসবের তীব্র গন্ধ একদম সহ্য করতে পারেনা।

আরো পড়ুন :- ইজরায়েলের হাতে ‘মাদার অফ অল বম্ব’ ! ধ্বংস হয়ে যাবে মুসলিম দুনিয়া ?

আরো পড়ুন :- চীন-পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিল ভারত !

টিকটিকি তাড়ানোর সহজ উপায়

আবার একটি বাটিতে ভিনিগার এবং জল সমপরিমাণ মিশিয়ে সেই মিশ্রণটি দিয়ে কিচেন কেবিনেট, ডাইনিং টেবিল মুছে নিন ভালো করে যাতে খাবারের দাগ অথবা গন্ধ না থাকে। এতেও টিকটিকি আসবেনা। অন্যদিকে ডিমের তীব্র গন্ধ টিকটিকি পছন্দ করেনা। তাই ডিমের খোলা একসাথে রেখে দিলেও উপকৃত হবেন। ঘরের বিভিন্ন কোণে ময়ূরের পেখম রাখতে পারেন এতে ঘরের সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে টিকটিকিও ভয়ে কাছে ঘেষবে না। কারণ ময়ূর টিকটিকি খায়।

টিকটিকি ঠান্ডা জায়গায় আসেনা। তাই ঘরে এসি চললে টিকটিকির উপদ্রব কম থাকবে। আবার বাড়ির চারধারে জমা জল, ঝোপঝাড় রাখবেন না। এইসব জায়গায় পোকা মাকড় জন্ম নেয় আবার সেগুলো খেতে টিকটিকি আসতে পারে। এছাড়াও এঁটো, খাবারের খোলা প্যাকেট যেখানে সেখানে রাখবেন না। এতে টিকটিকি আসে। শুধুমাত্র আলমারিতেই ন্যাপথলিন না রেখে কিচেন কেবিনেটে, ডাইনিং টেবিলের আসেপাশে ন্যাপথলিন রাখতে পারেন। ফলে টিকটিকি আসবেনা।

আরো পড়ুন :- বদলাচ্ছে মার্কিন রাজনীতি ! ভারতের জন্য ভালো নাকি খারাপ ?

#End

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন