Bangla News Dunia, Pallab : নতুন বছরের প্রথম শনিবার। আর এই বিশেষ দিনে কার কপালে কী লেখা রয়েছে সেটা জানার জন্য সকলেই কার্যত উদগ্রীব। শনিবার ৪ জানুয়ারি সিদ্ধিযোগ ও শনিদেবের আশীর্বাদে মিথুন ও সিংহ রাশির জাতক-জাতিকারা ব্যবসায় দারুণ সাফল্য পাবেন। আজকের দিনে অনেকের জন্য আর্থিক বিষয়ে অগ্রগতির সম্ভাবনা রয়েছে এবং অনেকে ব্যবসায় দুর্দান্ত লাভ পাবেন। কিছুজনের আবার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এবং অনেকে আবার ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন। যাইহোক, আজ শনিবার দিনটি কার কেমন কাটবে সেটা জেনে নিন ঝটপট।
মেষ- মেষ রাশির জাতক-জাতিকাদের আবেগ নিয়ন্ত্রণে রাখা উচিত। আপনার পরিবারের স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসার কাজে ভ্রমণ করতে হতে পারে। আর্থিক দিক ভালো থাকবে। আজ সব কাজে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন।
আরও পড়ুন:– কোনও ব্যক্তি সর্বোচ্চ ক’টি ফিক্সড ডিপোজ়িট খুলতে পারেন? কী বলছে নিয়ম? জেনে নিন
বৃষ- আজ নেতিবাচক চিন্তাভাবনা এড়িয়ে চলুন। পারিবারিক জীবন সুখের হবে। একাডেমিক কাজে সাফল্য পাবেন। ব্যবসার জন্য বাবার কাছ থেকে টাকা পেতে পারেন। পরিবার বাড়বে। শরীর ভালো থাকবে। থাকবেন প্রিয়জনদের সঙ্গে।
মিথুন- আজকের দিনটি মিথুন রাশির জাতকদের জন্য কৃতিত্বে পূর্ণ হতে চলেছে। কাজের পরিধি বৃদ্ধির সঙ্গে স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। চাকরিতে সহযোগিতা পাবেন কর্মকর্তারা। তবে ধৈর্যের অভাব থাকতে পারে। কর্মসংস্থানে অগ্রগতি হবে। অর্থ উপার্জনের ভাল সুযোগ তৈরি হবে।
কর্কট- আজ কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি ভালো যাবে। তবে কর্মক্ষেত্রে কাজের চাপের কারণে আত্মবিশ্বাসের অভাব থাকবে। কোনও কারণে আজ মনও অশান্ত হতে পারে। আপনার পরিবারের স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসার ব্যাপারে সতর্ক থাকতে হবে।
সিংহ- সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি আনন্দে ভরপুর হবে। পরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। আত্মবিশ্বাস বাড়বে। চাকরিতে সহযোগিতা পাবেন কর্মকর্তারা। উন্নয়নের নতুন পথ খুলবে। ঈশ্বরের কৃপায় আয় বাড়বে।
কন্যা- কন্যা রাশির জাতকদের আজ আর্থিক ভাগ্য ভালো হবে। পরিবারের সহযোগিতায় মন খুশি থাকবে। চাকরি পরিবর্তনের মাধ্যমে পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে। আয় বাড়বে। স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকুন। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলুন।
তুলা- আজকের দিনটি তুলা রাশির জাতকদের জন্য চড়াই উৎরাইয়ে পূর্ণ হতে পারে। আর্থিক বিষয়েও মন খারাপ হতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। আপনার পরিবারের স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায়ীদের জন্য দিনটি স্বাভাবিক হবে। পরিবারের প্রবীণ সদস্যের স্বাস্থ্যের দিকে নজর রাখুন।
বৃশ্চিক- আজ আপনি দীর্ঘ রোগ থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক ঝামেলা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। অফিসে আজ আপনার কাজ প্রশংসিত হবে। সমাজে আপনার খ্যাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে আজ আপনার যাত্রা লাভদায়ক হবে।
ধনু- আজ কর্মক্ষেত্রে ভালো কিছু ঘটবে যা আত্মবিশ্বাসকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে। পূর্বপুরুষদের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আপনার আর্থিক অবস্থানকে খুব শক্তিশালী করে তুলবে। আজ আপনার দিনটি মিশ্র হতে চলেছে। শিক্ষার্থীরা আজ চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।
মকর- আজ মকর রাশির জাতকরা তাদের কাজে ভাল ফলাফল আশা করতে পারেন। শরীর ভালো থাকবে। পুরনো বিনিয়োগ থেকে ভালো লাভ পাবেন। মন ভালো রাখতে কিছু করুন। আজ আপনার শরীর ভালো থাকবে। যা কোথাও নতুন করে বিনিয়োগ না করাই মঙ্গল।
কুম্ভ- আজ কুম্ভ রাশির জাতকদের জন্য দিনটি খুব ব্যস্ততায় ভরা থাকবে এবং কোনও কারণে অতিরিক্ত ব্যয়ের পরিস্থিতি হতে পারে। আপনি যদি কোনও সম্পত্তি কেনার কথা ভাবছেন তাহলে সাবধান হতে হবে। সমস্ত আইনি দিক গুরুত্ব সহকারে বিবেচনা করুন।
মীন- আজ মীন রাশির জাতক-জাতিকারা আনন্দে সময় কাটবে। আপনাকে কাছাকাছি বা দূরে একটি ইতিবাচক যাত্রায় যেতে হতে পারে। ব্যবসায় ক্রমবর্ধমান অগ্রগতির সাথে দুর্দান্ত আনন্দ আসবে।
অগ্নিবীর নিয়োগ 2025 : বিভিন্ন পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/0CMmYG6hay
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
India Post GDS Recruitment 2025 : 65,200টি শূন্য পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/6NF7Xktxce
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
ITBP নিয়োগ 2025: মোটর মেকানিক শূন্যপদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/dmqHraRemt
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025