Bangla News Dunia, Pallab : শনিবার ভগবান হনুমান এবং ভগবান শনির দিন হিসেবে ধরা হয়। বলা হয়, এই দিনে ভগবান হনুমান এবং ভগবান শনির পুজো করলে জীবনে সুখের বৃষ্টি হয়। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, ২৮ শে ডিসেম্বর (শনিবার) দিনটি কিছু রাশির জাতকদের জন্য খুব শুভ হতে চলেছে, আবার কিছু রাশিকে জীবনে ছোটখাটো সমস্যার মুখোমুখি হতে হতে পারে। তাহলে চলুন জেনে নেবেন আজ মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে।
মেষ- অপ্রত্যাশিতভাবে পেয়ে যেতে পারেন নতুন কাজের সুযোগ। নিজের দক্ষতার জোরে এগিয়ে যেতে পারবেন। মনে অবসাদ দেখা দিলেও ভেঙে পড়বেন না। নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। সময়ের সঙ্গে পরিস্থিতি আপনার অনুকূলে চলে আসার সম্ভাবনা রয়েছে।
বৃষ- কাজের চাপ থাকবে। যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে তাঁদের আরো সতর্ক থাকতে হবে। শত্রুপক্ষ আপনার কাজে বাধা দিতে পারে। নিজের বুদ্ধির ওপর আস্থা রাখুন। অল্প সময়ের মধ্যে লাভের আশা না করে কঠোর পরিশ্রম করে যাওয়া দরকার।
মিথুন- বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে। পরিবারের খুশির আমেজ বজায় থাকবে। স্বাস্থ্যের প্রতি আরো যত্নবান হওয়া দরকার। রুটিন মেনে কাজ করুন। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। মেজাজ রাখতে হবে নিয়ন্ত্রণে। অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করুন।
আরো পড়ুন:– কেন ভারতের অর্থনীতির উন্নয়নের ‘গুরুঠাকুর’ বলা হয় মনমোহন সিং-কে ? জানুন বিস্তারিত
কর্কট- নিকট কোনো আত্মীয়র কাছ থেকে আমন্ত্রণ পেতে পারেন। কাজের চাপ অন্যান্য দিনের মতো হলেও মনে থাকবে অস্থিরতা। তবে অহেতুক চিন্তা আর না করাই ভালো। কঠিন সময় অতিক্রম করে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন। মাথা ঠান্ডা রেখে নিজের ওপর আস্থা রাখুন।
সিংহ- সকাল থেকে কাজের চাপ টের পাবেন। টাকা পয়সা নিয়ে চিন্তা থাকবে। তবে এই পরিস্থিতি কেটে যাবে খুব তাড়াতাড়ি। সংসারে নতুন দায়িত্ব নিতে হবে। নিজের দক্ষতার জোরে সুনাম অর্জন করতে পারবেন। কাজে উন্নতি হওয়ার সম্ভাবনা।
কন্যা- অন্যের উপকার করে সুনাম অর্জন করতে পারেন। বছরের শেষে পেয়ে যেতে পারেন কোনো ভালো খবর। নতুন কাজের সন্ধান আপাতত না করাই ভালো। ব্যবসায় লাভ আসতে থাকবে। সামাজিক ক্ষেত্রে গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। বাড়িতে থাকবে শান্তির আবহ।
তুলা- ব্যবসায় আপাতত লাভের পরিমাণ কম থাকবে। তবে আগামী দিনের কথা ভেবে আয় ব্যয়ের হিসেব করে রাখতে পারেন। সুযোগ বুঝে পরিস্থিতি থেকে সুবিধা আদায় করবে পারবেন। আপাতত চাপ থাকলেও নতুন বছরের ভালো সময়ের আভাস আপনি নিজেও পাবেন।
বৃশ্চিক- নিজের দক্ষতার জোরেই এগিয়ে যেতে পারবেন। সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করতে পারবেন। পরিবারে থাকবে খুশির আমেজ। আর্থিক কারণে কোনো দুশ্চিন্তা থাকলেও তার জন্য কোনো কাজ থমকে থাকবে না। সময়ের মধ্যেই শেষ হবে প্রত্যাশিত কোনো কাজ।
ধনু- রুটিন মেনে কাজ করুন। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। নিজের বুদ্ধির ওপর আস্থা রাখুন। অল্প সময়ের মধ্যে লাভের আশা না করে কঠোর পরিশ্রম করে যাওয়া দরকার। লটারি কেনার ইচ্ছা থাকলে মন থেকে সেটা বাতিল করুন।
মকর- কিছু টাকা খরচ হলেও সেটা হয়তো গায়ে লাগবে না। দান ধ্যানের প্রতি মন ঝুঁকতে পারে। সম্পত্তি ভাগাভাগি করার ব্যাপারে বাড়িতে শুরু হতে পারে আলোচনা। নিজের মেজাজ নিয়ন্ত্রণ রাখুন। পরিস্থিতি কঠিন মনে হলেও নিজের ওপর আস্থা হারাবেন না। বাড়ির বাইরে সাবধানে চলাফেরা করা দরকার।
কুম্ভ- মন অশান্ত হবে। আত্মসংযমী হোন। অতিরিক্ত রাগ ও আবেগ এড়িয়ে চলুন। অফিসাররা চাকরিতে সহায়তা পাবেন, তবে স্থান পরিবর্তন হতে পারে। পরিবার থেকে দূরে থাকতে হতে পারে।
মীন- মনে শান্তি ও সুখ থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহ থাকবে। শিক্ষামূলক কাজে ভালো ফল পাবেন। সম্মান অর্জন হবে। সব কাজে পরিবারের সহযোগিতা পাবেন। আয় বাড়বে।