শিবরাত্রির দিন কিভাবে ব্রত পালন করবেন ? দেখুন সঠিক নিয়ম

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : মহা শিবরাত্রি হল ভগবান শিবের উপাসনার দিন। ধর্মীয় মত অনুসারে, এই দিন ভগবান শিব দেবী পার্বতীকে বিয়ে করেছিলেন। এটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালিত হয়। মহা শিবরাত্রিতে শিবের আরাধনা বিশেষ উপকার করবে বলে বিশ্বাস করা হয়। এই দিনে শিবপুরাণ পাঠ করলে ভগবান শিব ভগবানকে খুশি করা যায়। বিশ্বাস অনুসারে, শিবপুরাণ পাঠ সন্তান লাভের জন্য উপকারী। কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। দেখুন একনজরে —-

১. ধর্মীয় বিশ্বাস আছে যে শিবপুরাণ পাঠ বা শোনার জন্য মন ও শরীর শুদ্ধ করা প্রয়োজন। স্নানের পরে, পরিষ্কার পোশাক পরিধান করুন এবং শিবের প্রতি সত্যিকারের শ্রদ্ধা করুন।

২. বিশ্বাস আছে যে পাঠ্য চলাকালীন কাউকে নিন্দা বা নিন্দা করা পাঠ্যের সম্পূর্ণ সুবিধা দেয় না। খাঁটি ও সাত্ত্বিক খাবার খান।

৩. এই সময়ে তামসিক দ্রব্য সেবন নিষিদ্ধ। বিশ্বাস করা হয় শিব পুরাণের সময় একজনকে কোনো পাপ কাজ এড়িয়ে চলতে হবে। সেই সাথে খেয়াল রাখবেন কারো মনে আঘাত না লাগে।

শিশুদের জন্য ইচ্ছা পূরণ হতে পারে কি ভাবে ?

গ্রন্থে শিব পুরাণকে পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। এতে শিবের মহিমা খুব সুন্দর ভাবে বর্ণিত হয়েছে। বিশ্বাস করা হয় যে এটি পাঠ করলে বা শ্রবণ করলে সাধকের সমস্ত ইচ্ছা পূরণ হয়। সেই সঙ্গে সন্তান লাভের ইচ্ছুক সাধকদের ইচ্ছাও পূরণ হয়। দাম্পত্য জীবনের কষ্ট দূর করতে শিব পুরাণও পাঠ করা হয়। জীবনের সমস্ত পাপ কর্ম বিনষ্ট হয় এবং মোক্ষ লাভ হয়।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন